আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষককে শস্য বিমাতে (Crop Insurance) নিজেদের নাম নথিভুক্ত করতে উপদেশ দেন। শস্য বীমা (Crop Insurance) প্রকল্পের আওতায় রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি শস্য বীমার টাকা পাঠিয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সভা থেকে আরও জানান, ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, সেখানে সকল কৃষকই যেন শস্য বিমার (Crop Insurance) আওতায় চলে আসেন।
কবে চালু হয় Crop Insurance?
বাংলা শস্য বীমা যোজনাটি পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে ২০১৯ সালে প্রথম চালু করেছিল। প্রাকৃতিক দুর্যোগের কারনে কৃষকদের বিপুল ক্ষতির হাত থেকে বাঁচাতে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
কী এই Crop Insurance?
পশ্চিমবঙ্গ হোল একটি কৃষি প্রধান রাজ্য, যেখানে মোট ৭২ লক্ষ কৃষক পরিবার বাস করে এবং যা হোল রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৭০%। কৃষির ক্ষেত্রে এই রাজ্য বিশেষ ভাবে অনুকুল হলেও বহু কৃষক প্রতি বছর ঝড়, বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তাই রাজ্য সরকার, কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই বীমা প্রদানের ব্যবস্থা করেছে, যেখানে ফসল রোপণ থেকে শুরু করে ফসল কাটার পরবর্তী সময় পর্যন্ত কৃষকদের বীমা কভারেজ দেওয়া হবে। তবে আলু এবং আঁখ চাষের ক্ষেত্রে কৃষকদের সামান্য প্রিমিয়াম দিতে হবে।
রবি শস্যে Crop Insurance :
ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পে রবি মরশুমের ফসল বীমার ফর্ম ফিলাপ শুরু হয়েছে অর্থাৎ বাংলা শস্য বীমার। এই বীমা করা যাবে যে সমস্ত ফসলে তা হলো আলু, গম, ছোলা, মসুর, সরিষা, খেসারি এবং রবি ভুট্টা।
এছাড়াও বোরো ধান ও গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন চীনাবাদাম এবং আখের জন্য বাংলা শস্য বীমার আওতায় কৃষকেরা Crop Insurance এর আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। ইতিমধ্যেই বাংলা শস্য বীমার ফর্ম ফিলাপ শুরু হয়েছে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।
বাংলা শস্য বীমা (Crop Insurance) অর্থাৎ Crop Insurance এ সকল কৃষকেরা আবেদন করতে পারবেন। নিজস্ব জমি কিংবা পাট্টা জমি, ভাগচাষী চমি কিংবা জমি ভাড়া নিয়ে চাষ করা কৃষকেরাও Crop Insurance Apply করতে পারবে।
আরও পড়ুন : এই তালিকায় নাম থাকলেই পাওয়া যাবে মাসে ২৫০০ টাকা! কেন্দ্র-রাজ্যের মিলিত ধামাকা
বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে?
১) কৃষকের আধার কার্ড,
২) কৃষকের ভোটার কার্ড,
৩) কৃষকের জমির ডকুমেন্টস,
৪) কৃষকের ব্যাঙ্কের পাশবই,
৫) কেসিসি অ্যাকাউন্ট নাম্বার(যদি থাকে),
৬) কৃষক বন্ধু আইডি নাম্বার(যদি থাকে)।
১) প্রথমে আপনাকে বাংলা শস্য বীমার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে।এছাড়াও নিচের লিংকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।
২) এরপর কৃষকের নাম,ঠিকানা, জমির বিবরণ উল্লেখ করুন ও ব্যাঙ্কের তথ্য উল্লেখ করুন।
৩) এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্টস সহকারে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আবেদন হয়ে যাবে।
বাংলা শস্য বীমা টাকা চেক / বাংলা শস্য বীমা চেক লিস্ট :
১) এরজন্য আপনাকে bangla shasya bima এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক https://banglashasyabima.net/
২) এরপর Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Application Id দিয়ে Status Check করে নিন।