দেশজুড়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের সভাপতিত্বে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শীর্ষ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল শিশুদের জন্য ব্যবহৃত কাশির সিরাপ বা কাফ সিরাপের (Cough syrup) নিরাপত্তা এবং গুণগত মানের বিষয়টি।
বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে — ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে এখন থেকেই Revised Schedule M অর্থাৎ সংশোধিত উৎপাদন বিধি মেনে চলতে হবে। এই বিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে কেন্দ্র।
বৈঠকে বিশেষ করে সতর্ক করা হয়েছে শিশুদের কাশির সিরাপ ব্যবহারের ক্ষেত্রে। স্বাস্থ্য মন্ত্রকের বার্তা, অধিকাংশ ক্ষেত্রে শিশুদের কাশি নিজে থেকেই সেরে যায়, তাই অযথা সিরাপ ব্যবহার বা প্রেসক্রিপশন দেওয়া এড়াতে হবে। শিশুদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগের আগে চিকিৎসকদের আরও বেশি সতর্ক হতে বলা হয়েছে।
শুধু তাই নয়, ওষুধের মান যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক রাজ্যকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উঠে আসে সাম্প্রতিক ঘটনায় মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রে কাশির সিরাপ সেবনের পর একাধিক শিশুমৃত্যুর অভিযোগ। তার পরেই দ্রুত পদক্ষেপ নেয় কেন্দ্র। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কাশির সিরাপ ‘কোল্ডরিফ’।
স্বাস্থ্য মন্ত্রকের মতে, এখনই সময় অযথা ওষুধ ব্যবহারের সংস্কৃতি বন্ধ করার। শিশুদের চিকিৎসায় ওষুধের প্রয়োগ হবে “যুক্তিসঙ্গত ও নিরাপদভাবে”— এটাই বৈঠকের একবাক্যের বার্তা।