কৃষকদের বাঁচাতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। শীতের মুখে অল্প বিস্তর বৃষ্টি এর আগেও বহুবার হয়েছে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling) পাহাড়ে বরফ পড়ার আগে একটু বৃষ্টি প্রায় সব বছরই হয়। কিন্তু এমন ভরা শীতের সংসারে টানা ২-৩ দিনের বৃষ্টির হামলা দক্ষিণবঙ্গে (South Bengal) কিছুটা হলেও বিরল ঘটনা। বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইভাবে টানা বৃষ্টি ভাবাই যায় না। নিম্নচাপ মিগজাউ-এর প্রভাবে দু তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায়।
মিগজাউ-এর দাপট :
নিম্নচাপ মিগজাউ-এর দাপটে হওয়া এই বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গে। এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকরা, পাশাপাশি আলু বীজ রোপণ করা হয়ে যায়। সেইসঙ্গে শীতের সবজি চাষ তো আছেই। অসময়ে বৃষ্টিতে সেই সকল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন গরিব চাষিরা।
ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গ :
পঞ্জাব, হরিয়ানার মতো ধনী কৃষক পশ্চিমবঙ্গে বিরল। এখানে মূলত ছোট ছোট জমিতে চাষ করে কোন রকমে সারা বছর সংসার চালান কৃষকরা। বর্ষার চাষ অনিয়মিত বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির কারণে মাঝেমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়। ফলে শীতের চাষের উপর একটু বেশিই নির্ভর করেন বাংলার দরিদ্র চাষিরা। কিন্তু এবারের অসময়ের বৃষ্টিতে ধান, আলু, সবজি নষ্ট হয়ে যাওয়ায় ভয়ঙ্কর সঙ্কট দেখা দিয়েছে এই দরিদ্র চাষিদের জীবনে। এই ঘটনা মূলত দক্ষিণবঙ্গে ঘটেছে। কারণ উত্তরবঙ্গের সেভাবে বৃষ্টি হয়নি। আর কয়েক জায়গায় অল্প বৃষ্টি হলেও বিপদ কিছু ঘটেনি।
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী :
এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া অসহায় কৃষকদের আবারও সহায় হয়ে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে ভাইপোর বিয়ে এবং পরে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে সম্প্রতি বেশ কদিন উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই তিনি আলিপুরদুয়ারে একটি সভা করেন। সেখানেই অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে। জানান, বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পেয়ে যাবেন।
আরও পড়ুন : এবার লাইনে দাঁড়ানোর দিন শেষ! LPG E-KYC আপডেট করুন বাড়িতে বসেই! জানুন পদ্ধতিhttps://toonbangla.com/how-update-e-kyc-with-lpg-connection-at-home/#google_vignette
কী জানালেন মমতা?
আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের টাকা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায়। প্রসঙ্গত, বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করা হয়েছে রাজ্যের কৃষকদের কথা ভেবে। কৃষকদের এই বিমার প্রিমিয়াম দিতে হয় না। কৃষকদের শুধু উপযুক্ত নথি দেখিয়ে পূরণ করতে হয় আবেদন পত্র।
শস্য বিমা নেই অনেকেরই :
এখনো যারা বাংলা শস্য বিমা নিজেদের নাম নথিভুক্ত করেননি তারা আগামী দুয়ারে সরকারের ক্যাম্পে এই কাজ করতে পারবেন। যে সকল কৃষকদের এই প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ। সব মিলিয়ে কিঞ্চিত স্বস্তি মিলবে চাষীদের।
দুয়ারে সরকার ক্যাম্পে দ্রুত বিমা করানোর সুযোগ :
তবে এমন অনেক কৃষকও আছেন যারা এখনও এই বিমা করেননি। যে সকল কৃষকেরা ইতিমধ্যেই বাংলা শস্য বিমা করিয়েছেন তাঁদের চিন্তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত তাঁরা দ্রুত ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবেন। তবে যারা এখনও এই বিমা করেননি তাঁদের ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত বিমা করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুয়ারে সরকারের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে https://ds.wb.gov.in/.