কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ (Keep India Smiling Foundational Scholarship) হল Colgate এর একটি স্কলারশিপ (Colgate Scholarship)। স্কুল এবং স্নাতক কলেজ ছাত্রছাত্রী দের পড়াশোনায় উদ্যোগী হওয়ার জন্য এবং অর্থের অভাবে যারা পড়াশুনা করতে পারেনা তাদের জন্য বছরে ২০০০০ টাকা থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ (Scholarship) দেয়া হয়।মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনা চালিয়ে যেতে ফের নব উদ্যোগে হাজির কোলগেট ইন্ডিয়া (Colgate India Scholarship)। আর্থিক সহায়তা প্রদান করে তাদের পঠনপাঠনের সাক্ষী ইতিমধ্যে অনেক সরকারি বেসরকারী সংস্থা হয়ে এসেছে।
Colgate Scholarship-র বিষয়ে যাবতীয় :
স্কলারশিপের নাম | কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ প্রোগ্রাম (Colgate Scholarship) |
উদ্যোক্তা | কোলগেট ইন্ডিয়া |
প্রার্থীর যোগ্যতা | ব্যাচালর বা মাস্টার্স ইন ডেন্টাল সার্জারি |
বৃত্তির পরিমান | বাৎসরিক ৭৫০০০ টাকা |
আবেদনের শেষ তারিখ | ৩১ জানুয়ারী ২০২৪ |
Colgate Scholarship-এ কারা আবেদন করতে পারবেন ?
১)একজন আবেদনকারীকে অবশ্যই ভারতের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ১১ শ্রেণীতে পড়াশুনা করতে হবে।
২)একজন আবেদনকারীকে অবশ্যই ভারতের কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে বিকম, বিএসসি, বিবিএ, বিএ, ডিপ্লোমা, পলিটেকনিক ইত্যাদির মতো স্নাতক ডিগ্রি প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে।
৩)একজন আবেদনকারীকে অবশ্যই ভারতের একটি স্বীকৃত প্রতিষ্ঠানে ডেন্টাল সার্জারি ব্যাচেলর (Bachelor of Dental Surgery) ডিগ্রি প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে।স্নাতক এ বিগত ক্লাসে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে, ১১ শ্রেনির ক্ষেত্রে ৭৫% নম্বর পেতে হবে এবং ডেন্টাল সার্জারি ব্যাচেলর (Bachelor of Dental Surgery) এর ক্ষেত্রে ৬০% নম্বর পেতে হবে।
৪)বার্ষিক পারিবারিক আয় প্রত্যেক স্কলারশিপ এর ক্ষেত্রে ৫ লক্ষের এর কম হতে হবে।Colgate & Keep India Smiling Foundational-এর কর্মচারীদের সন্তানরা যোগ্য নয়।
আরও পড়ুন : ভুলে যান মিড্ -ডে -মিল! এবার পড়ুয়াদের জন্য এলাহি খাবারের আয়োজন করছে কেন্দ্র
Colgate Scholarship-এ করা আবেদন করতে পারবেন ?
১. আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ডেন্টাল সার্জারিতে ব্যাচালর বা মাস্টার্স ডিগ্রি করতে হবে।
২. প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০ % নম্বর রাখতে হবে।
৩. আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত সরকারি বা বেসরকারী ইনস্টিটিউটে বিডিএস নিয়ে পাঠরত হতে হবে।
Colgate Scholarship-এ আবেদন করতে কী কী নথি লাগবে ?
১) পাসপোর্ট সাইজের ছবি
২) আধার কার্ড (ছবি পরিচয় প্রমাণ পত্র)
৩) আয়ের প্রমাণ (Income Certificate)
৪) ভর্তির প্রমাণ (স্কুল/কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)
৫) মার্কশিট বা পূর্ববর্তী ক্লাসের গ্রেড কার্ড
৬) অক্ষমতা শংসাপত্র(disability certificate) (যদি প্রযোজ্য হয়)
কীভাবে আবেদন করবেন ?
১. ক্লিক করুন https://www.colgate.com/en-in/smile-karo-aur-shuru-ho-jao/foundation-scholarship লিঙ্কে।
২. অথবা https://www.buddy4study.com/scholarships লিঙ্কে ক্লিক করে ঢুকে পড়ুন Buddy4Study-র পেজে। সেখানে লগইন করুন। আইডি রেজিস্টার না থাকলে ফোন নম্বর আর ইমেইল দিয়ে রেজিস্টার করে নিন।
২. এরপর Colgate Keep India Smiling Scholarship Program’ আবেদনের পৃষ্ঠায় যান ও start application করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।
৩. সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরন করুন ও প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
৪. ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করুন এবং ‘প্রিভিউ’ এ ক্লিক করে ফাইনাল চেক করে submit now অপশনে গিয়ে আবেদন পদ্ধতি সম্পন্ন করুন।