ইউপিআই (UPI) এর মাধ্যমে অনলাইন অর্থ লেনদেন দিন দিন ধরে আরো জনপ্রিয় হচ্ছে। বর্তমানে ভারতের অধিকাংশ লোক অনলাইন লেনদেনের জন্য ইউপিআই এর পরিষেবা ব্যবহার করছে। এরকম সময় ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ইউপিআই ব্যবহারকারীদের জন্য দিলো আরও একটি বিরাট সুখবর। কিছুদিন পর থেকে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। আগামী ১০ জানুয়ারি থেকে NPCI এই পরিষেবা শুরু করবে।
NPCI-র নির্দেশে বদলে গেল UPI-র লেনদেনের নিয়ম :
সারা দেশে বর্তমানে ব্যাঙ্কের প্রচুর লেনদেন হয় এই UPI Transfer পদ্ধতির মাধ্যমে। এবারে কেন্দ্রের সরকার আনছে আমূল বদল। ইউপিআই পেমেন্ট সংক্রান্ত বিষয় বেশ কিছু পরিবর্তন আনতে চলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই। এনপিসিআই (NPCI) এর নতুন নির্দেশিকা অনুসারে হাসপাতাল ও শিক্ষা পরিষেবার জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : অবশেষে বন্ধই হয়ে গেল রেশন! মাথায় বাজ সাধারণ মানুষের! কড়া সিদ্ধান্ত নেবে সরকার
মাসের পর মাস বাড়ছে UPI লেনদেনের পরিমাণ :
এ বিষয়ে গত মাসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিল ব্যাংকিং নিয়ন্ত্রক এই সংস্থা। এনপিসিআই দেশের বিভিন্ন ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি এবং ইউপিআই অ্যাপ্লিকেশন গুলিকে নির্দিষ্ট মার্চেন্ট বিভাগের জন্য লেনদেনের সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে বর্ধিত সীমার সাথে পেমেন্ট মোড হিসাবে ব্যবসায়ীদের ইউপিআই অ্যাক্টিভেট করতে হবে। বর্তমানে ক্যাশলেস পরিষেবা অধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার জন্য ইউপিআই লেনদেন (UPI Transfer) মাসের পর মাস বৃদ্ধি পাচ্ছে।
UPI পেমেন্টের সীমা বৃদ্ধি :
বর্তমানে অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেন করার জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে। আরবিআই ঘোষণা করেছিল যে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মত জায়গাতে ইউপিআই লেনদেনের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। আগামী ১০ জানুয়ারি বিভিন্ন ব্যাংক এবং পেমেন্টের পরিষেবা প্রদানকারীদের এই পরিসেবা শুরু করতে বলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
২০২৩ সালের ডিসেম্বরে আর্থিক নীতির বৈঠকে RBI এই বিষয়ে ঘোষণা করেছিল। এছাড়াও UPI এর মাধ্যমে অটো পেমেন্ট করার ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে। এর জন্য অতিরিক্ত ফ্যাক্টর প্রমাণীকরণ (AFA) প্রয়োজন। কিন্তূ বর্তোমনে অটো পেমেন্টের মাধ্যমে ১৫,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কার্যকর হবে।
লেনদেনের সীমা ৫ লক্ষ :
ইউবিআই অটো পেমেন্টের সীমা বাড়ানোর পর, এবার হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মত জায়গাতে লেনদেনের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হবে। বর্তমানে ইউপিআই পেমেন্ট বেশিরভাগ লোক ব্যবহার করে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ লেনদেন করা খুব সহজ। এই কারণে UPI-এর পরিষেবা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখন ক্যাশ বা চেক এর বদলে UPI পেমেন্ট করতে বেশি পছন্দ করছে। এছাড়াও ইউপিআই পেমেন্টের হলে ভারতের কালো টাকার পরিমাণ হ্রাস পাবে। এইসব বিষয়ে মাথায় রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই লেনদেনের সীমা বাড়াচ্ছে।