স্বাধীনতা বলুন বা আধুনিকতা, ভারত যতই এগিয়ে যাক না কেন বিশ্বের দরবারে কিন্তু আজও বাড়িতে কন্যা সন্তান(Girl Child) জন্মালে বাবা-মা (Parents) বা পরিবারের অন্যান্য মানুষের কপালে ভাঁজ পরে! তার ভবিষ্যৎ, পড়াশোনা থেকে শুরু করে বিয়ে অবধি সমস্তের জন্যেই এক চিন্তার গভীরে যেন তলিয়ে যান মা-বাবারা!
তবে এই সমস্যা দূর করতেই এবারে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে নিয়ে আশা হয়েছে এক প্রকল্প। যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা(Sukanya Samriddhi Yojana)।এই যোজনাতে যে কোনো ভারতীয় ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানদের জন্য বিনিয়োগ শুরু করতে পারেন।
এই যোজনাতে ১৫ বছরের জন্য টাকা জমা করা যেতে পারে। এক্ষেত্রে কন্যার বয়স ২১ বছর হলে এই প্রকল্পের ম্যাচুরিটি হয়। তাই সন্তান জন্মানোর পর যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন অভিভাবকেরা ততই লাভের পরিমান বেশি।
আরও পড়ুনঃ বছরে মিলবে ৭০,০০০ টাকা স্কলারশিপ! আজই আবেদন করুন কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ প্রোগ্রামে
এই প্রকল্পে সুদের হার দেওয়া হয় ৭.৬ শতাংশ। এখানে বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ টাকা কর ছাড় পাওয়া যায়। আজকের প্রতিবেদনে প্রত্যেক মাসে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হলো।
১০০০ টাকার বিনিয়োগ: যদি প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে এক বছরে হবে ১২ হাজার টাকা। সুকন্যা সমৃদ্ধির ক্যালকুলেটর অনুসারে, ১৫ বছরে মোট বিনিয়োগ হবে ১,৮০,০০০ টাকা। আর সুদ পাওয়া যাবে ৩,২৯, ২১২ টাকা। এইভাবে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৫,০৯,২১২ টাকা।
২০০০ টাকার বিনিয়োগ: যদি প্রতি মাসে ২০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক বিনিয়োগ ২৪ হাজার টাকা দেবেন। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩,৬০,০০০ টাকা। সুদ পাবেন ৬,৫৮,৪২৫ টাকা। আর মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ১০, ১৮,৪২৫ টাকা।
৩০০০ টাকার বিনিয়োগ: যদি প্রতি মাসে ৩০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার টাকা। আপনার মোট বিনিয়োগ ৫,৪০,০০০ টাকা। সুদ থেকে পাবেন ৯, ৮৭, ৬৩৭ টাকা। মেয়াদ পূর্তিতে মিলবে ১৫, ২৭,৬৩৭ টাকা।
৪০০০ টাকার বিনিয়োগ: প্রতি মাসে ৪০০০ টাকা করে বিনিয়োগ করলে বার্ষিক বিনিয়োগ হবে ৪৮ হাজার টাকা। ১৫ বছরে মোট বিনিয়োগ হবে ৭,২০,০০০ টাকা। সুদ পাবেন ১৩,১৬,৮৫০ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ২০, ২৬,৮৫০ টাকা।
৫০০০ টাকার বিনিয়োগ: প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ হবে ৬০ হাজার টাকা। আপনার ১৫ বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯,০০,০০০ টাকা। আবার সুদ থেকে পাওয়া যাবে ১৬, ৪৬, ০৬২ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ২৫, ৪৬, ০৬২ টাকা।