আজ শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো। আর তার পুজোর এই শুভ মুহূর্তে হস্তশিল্পীদের জন্যে বড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার (Central Government)। যা শুনে আনন্দে উল্লসিত দেশের সমস্ত কারিগর, মুচি, রাজমিস্ত্রি থেকে নাপিত প্রত্যেকেই! একটি বিশেষ যোজনার আওতায় এই বিপুল টাকা পাবেন শিল্পীরা, যার নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ( Pradhan Mantri Vishwakarma Yojana )।
দেশের দিনমজুর, শ্রমজীবী অনগ্রসর মানুষের জন্য এই প্রকল্প। কাঠমিস্ত্রি, কামার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, নাপিত, ওয়াশারম্যান, দর্জি, পাথরের খোদাই করা কারিগর, মুচি, খেলনা প্রস্তুতকারক, হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারক এবং অন্যান্য পেয়ে যাবেন কয়েক হাজার টাকা। গতকাল আজ 18 সেপ্টেম্বর দেশের শিল্পী ও কর্মীদের বিশেষ আর্থিক সাহায্যের জন্য উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম (PM Vishwakarma Scheme)।
দেশের বিভিন্ন শিল্পী এবং হস্তশিল্পীদের সাহায্য করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্থ মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের সুবিধাভোগীদের ১৫,০০০ টাকার সাহায্য করা হবে। সুবিধাভোগীদের ১৫,০০০ টাকার টুলকিট দেওয়া হবে। এর পাশাপাশি সুবিধাভোগীদের দৈনিক ৫০০ টাকা দেওয়া হবে। একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও ব্যবস্থা করা হবে। সেই প্রশিক্ষণ চলাকালীন সকলে ৫০০ টাকা করে দৈনিক পাবেন।
আরও পড়ুনঃ পুজোর আগেই বাম্পার খবর! লাফ মেরে বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
দেশের শিল্পী ছোট ব্যবসায়ীদের আর্থিকভাবে সাহায্য করাই এর উদ্দেশ্য। এই জন্য বাজেটে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে। কেন্দ্রের হিসাবে ১৬৪টি পিছিয়ে পড়া এবং অনগ্রসর সম্প্রদায়ের প্রায় ৩০ লাখ পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
এই প্রকল্পের সুবিধা যারা পাবেন তাদের অবসসই ১৮ বছরের বেশি বয়সী এবং ভারতীয় হস্তশিল্পী হতে হবে। তবে যারা PMEGP, PM Svanidhi বা Mudra Loan-র সুবিধা পেয়েছেন তারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা লাভ করতে পারবেন না। যে আবেদনপত্র জমা করতে হবে তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড, পেশার প্রমাণপত্র, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ইনকাম সার্টিফিকেট এবং জাতিগত শংসা পত্র জমা করতে হবে।