মিড-ডে মিল স্কিম এখন ‘পিএম পোষণ প্রকল্প’ (PM Poshan Scheme)। স্কুল পড়ুয়াদের মোদী সরকারের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে ২০২১ সালেই।স্কুলে আসা প্রতিটি পড়ুয়ারা যাতে কোনভাবেই অভুক্ত না থাকে, তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরেই চালু রাখা হয়েছে মিড ডে মিল (Mid Day Meal)। মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে প্রতিটি পড়ুয়াদের পেট ভরে খাবার খাওয়ানো হয়। শুধু পেট ভরে খাবার খাওয়ানো নয়, এর পাশাপাশি পুষ্টির কথা মাথায় রেখে তাদের জন্য প্রতিনিয়ত পুষ্টিকর খাবারদাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।
কী এই PM Poshan Scheme ?
সারা দেশে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট প্রায় ১১ কোটি ৮০ লাখ ছাত্রছাত্রী এই PM Poshan Scheme-র আওতায় আসবে। মোট স্কুলের সংখ্যা ১১ লাখ ২০ হাজার। ২০২১-২০২২ থেকে ২০২৫-‘২৬ অর্থ বছর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় হবে ৫৪০৬২ কোটি ৭৩ লাখ টাকা। রাজ্যগুলির খরচের পরিমাণ ৩১৭৩৩ কোটি ১৭ লাখ টাকা।
কোথায় আছে খালি পেটে কাজ হয় না, খালি পেটে কাজে মন বসে না। এছাড়াও খালি পেটে থাকা শরীরের পক্ষে ক্ষতিকর। এসবের কথা মাথায় রেখেই প্রতি বছর সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা খরচ করা হয়ে থাকে পড়ুয়াদের জন্য। এবার কেন্দ্রের তরফ থেকে পড়ুয়াদের জন্য এমন কোটি কোটি টাকা খরচের পাশাপাশি তাতে আরও কিছু যোগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের পেটে পড়তে চলেছে আরও বাড়তি পাওনা।
আরও পড়ুন : এবার Ration Card তৈরি হবে ৫ মিনিটেই! বাড়িতে বসে সেরে ফেলুন আবেদন
PM Poshan Scheme-এ এবার দেওয়া হবে ব্রেকফাস্ট :
কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন পরিকল্পনা অনুযায়ী মিড ডে মিল ছাড়াও ব্রেকফাস্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। যদিও এই ভাবনা চিন্তা ২০২১ সাল থেকেই করা হচ্ছে। ২০২১ সালে এমন প্রস্তাব দেওয়ার পর অবশ্য সেই প্রস্তাব হিম ঘরে চলে যায়। দু’বছর পর নতুন করে এই প্রস্তাবের উত্থান হয়েছে এবং মিড ডে মিলের পাশাপাশি ব্রেকফাস্টের ব্যবস্থাও হতে পারে পড়ুয়াদের জন্য বলে জানা যাচ্ছে।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ (PM Poshan Scheme) নামে একটি প্রকল্পের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেই প্রকল্পের আওতায় মিড ডে মিলকে আনা হয়। এই প্রকল্পের মধ্য দিয়েই মিড ডে মিলের খাবার দেওয়ার পাশাপাশি খাবারের মেনুতে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য সামগ্রী যুক্ত করা হয়। ২০২৫-২৬ সাল পর্যন্ত এই (PM Poshan Scheme) চালানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যেই মধ্যাহ্নভোজনের সঙ্গে ব্রেকফাস্টে পুষ্টিকর খাবার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সেই প্রস্তাব ধামাচাপা থাকলেও এবার তা নতুন করে সামনে আসছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এক্ষেত্রে এবার যদি এই প্রস্তাব চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় তাহলে ৪০০০ কোটি টাকা আরও বাড়তি বিনিয়োগ করা হবে। এই প্রস্তাব গৃহীত হলে এবার পড়ুয়ারা সকালে যখন স্কুলে যাবে তখন তারা পুষ্টিকর ব্রেকফাস্ট পাবে এবং তারপর আবার মিড ডে মিলের মাধ্যমে মধ্যাহ্নভোজনও পাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://dsel.education.gov.in/scheme/pm-poshan-scheme লিঙ্কে।