এবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে বড়সড় পরিবর্তনের আভাস মিলছে। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় এই রিয়্যালিটি শো–এর দর্শকেরা হঠাৎই খেয়াল করবেন, সাপ্তাহিক বিশেষ পর্ব ‘উইকএন্ড কা ভার’-এ আর দেখা যাচ্ছে না প্রিয় সঞ্চালক সলমন খানকে। কেন এ রকম হল, তা নিয়েই এখন শব্দের ঝড় উঠেছে দর্শকমহলে। অনেকে ভাবছেন, সলমন কি সরে দাঁড়ালেন, নাকি এ শুধু সাময়িক বিরতি?
আসলে সম্প্রতি নতুন ছবি ব্যাটেল অফ গলওয়ান-এর শুটিং সেটে চোট পান অভিনেতা। চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। ফলে এই সপ্তাহের রেকর্ডিংয়ে তাঁর অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে খোদ রিয়্যালিটি শো–এর পরিবেশই পাল্টে যাচ্ছে। সঞ্চালকের আসনে এবার বসতে চলেছেন ফারাহ খান—এমন ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। যদিও চ্যানেল সূত্রে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে খবর মিলছে, ফারাহ প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
এর আগেও অস্থায়ীভাবে ‘বিগ বস’-এর মঞ্চ সামলেছিলেন তিনি। তাঁর সরাসরি প্রশ্ন আর খোলামেলা মন্তব্য তখন প্রতিযোগী থেকে দর্শক—সবার মন কাড়ে। এ কারণে বহু নেটিজেনও বিশ্বাস করেন, সলমনের অনুপস্থিতি সামলাতে ফারাহই একমাত্র সঠিক পছন্দ। আর এবার তিনি ফিরে আসছেন স্থায়ী সঞ্চালকের আসনে না হলেও, অন্তত অস্থায়ী দায়িত্ব নিয়ে। ফলে কোনোভাবে প্রতিযোগীদের জন্যও এই সপ্তাহটা সহজ হয়ে উঠবে না।
ইতিমধ্যেই ঘরের ভেতরে কাঁটাছেঁড়ার মতো সমস্যা বেড়েই চলেছে। প্রতিযোগীদের আক্রমণাত্মক ব্যবহার ও অশালীন ভাষা নিয়ে দর্শকের ক্ষোভ জমা হচ্ছে। জানা যাচ্ছে, ফারাহ প্রবল কড়া ভাষায় সতর্ক করবেন তাঁদের। স্পষ্টভাষিতা ও বিন্দুমাত্র পরোয়া না করে ভুল ধরিয়ে দেওয়ার ভঙ্গিতেই এবার নতুন উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে, এ সপ্তাহই মনোনয়ন প্রক্রিয়ায় রয়েছে ছ’জন প্রতিযোগী। কে কাকে সমর্থন করছে, কে আবার বাদ দিতে চাইছে—এই টানাপড়েনেই ঘরের পরিবেশ গরম।
সব শেষে প্রশ্নটা থেকেই যাচ্ছে—সলমন খান ছাড়া ‘বিগ বস ১৯’-এ দর্শকরা কেমন গ্রহণ করবেন এই নতুন মুখকে? নির্মাতাদের ভরসা, বিনোদনের ঘাটতি হবে না। ফারাহর সরলভাষী ভঙ্গি, প্রশ্নবাণ আর রসবোধে বরং বাড়তি রং লাগতে পারে শো–তে। এখন দেখার বিষয়, দর্শকরা সলমনের অনুপস্থিতি টের পান, নাকি ফারাহ খান নিজের স্বকীয়তাতেই রেখে যান নতুন ছাপ।