বুড়ো বয়সের জন্য এখন থেকেই সঞ্চয় শুরু করে দিতে হয়, নাহলে সমস্যায় পড়তেই হবে। তাই অনেকেই ভালো বিনিয়োগের অপশন খোঁজেন। এক্ষেত্রে সরকারি প্রকল্পে টাকা লাগানোটাই নিরাপদ বলে মনে করেন সকলে। তাই আজ আপনাদের জানাবো এমন ৫ টি সরকারি স্কিম যা বয়সকালে পেনশনের মতোই টাকা দেবে।
পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)
পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমে আপনি যদি এককালীন টাকা জমা করেন তাহলে বার্ষিক ৭.৪% পাবেন। এরপর জামানো টাকা থেকে প্রতি মাসে মাসে ৫ বছর পর্যন্ত রিটার্ন পেতে থাকবেন। আপনি যদি এমনই আরও প্ল্যান সম্পর্কে জানতে চান তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ন্যাশনাল পেনশন স্কিম (NPS)
কেন্দ্র সরকারের এই পেনশন স্কিমের কথা কমবেশি সকলেই জানেন। কেন্দ্র সরকারের এই স্কিমে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি অর্থ বিনিয়োগ করতে পারেন। এরপর ৬০ বছর বয়স হলে সময় আপনার জমা করা সুদ সহ টাকার ৬০ শতাংশ টাকা ফেরত পাবেন এবং বাকি ৪০% টাকা বার্ষিক হারে প্রতি মাসে মাসে পেনশন হিসাবে পাওয়া যাবে।
অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)
কেন্দ্র সরকারের জনপ্রিয় পেনশন স্কিম হল অটল পেনশন যোজনা। এই স্কিমে আপনি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এর জন্য আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমা করতে হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সে যে কোন ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারে।
সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (Systematic Withdrawal Plan)
বৃদ্ধ বয়সে যদি ভালো পেনশন পেতে চান তাহলে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) একটি ভালো বিকল্প হতে পারে। এই প্ল্যানে বিনিয়োগকারী একটি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে পারেন। SWP কার্যকর করার জন্য, প্রথমে আপনাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বা অন্য কোনো বিনিয়োগ স্কিমের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে হবে। অবসর গ্রহণের পর, SWP-এর মাধ্যমে টোটাল ফান্ডের কিছুটা বিক্রি করে নির্ধারিত পেনশন প্রতি মাসে পেয়ে যাবেন।