পুজো (Pujo) আসতে আর হাতে গোনা ক’টা দিন। তার আগেই ফের অনিশ্চয়তা ঘনাচ্ছে আকাশে। গত ক’দিনের তুলনায় শান্ত থাকলেও হঠাৎই মেঘ জমে অশনি সংকেত দিচ্ছে আবহাওয়া। রাজ্যে উৎসবের আমেজের ভাঁজে এবার তাই আবহাওয়া ফিরিয়ে আনতে চলেছে অস্বস্তির রং।
দক্ষিণবঙ্গ: ভিজতে চলেছে একাধিক জেলা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে দফায় দফায় বৃষ্টি। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় ভারী বর্ষণের সম্ভাবনা সর্বাধিক। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমেও বজ্রঝড়-সহ বৃষ্টির আভাস মিলেছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া।
উত্তরবঙ্গ: বৃষ্টির রেশ থেকে যাচ্ছে
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আকাশও একেবারে পরিষ্কার থাকছে না। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দেখা দিতে পারে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি। বুধবার দার্জিলিং ও কালিম্পং-এর মতো পাহাড়ি জেলায় মাঝারি মাত্রার বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বুধবারের নতুন সতর্কতা
সবচেয়ে বেশি চিন্তা জাগাচ্ছে আগামী বুধবারের পূর্বাভাস। সেদিন দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে রেড অ্যালার্ট। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টিসহ বজ্রঝড়ের দাপট চলতে পারে বলে ধারণা। উত্তরবঙ্গের জেলাগুলোতেও মাঝারি থেকে তীব্র বৃষ্টি বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
উৎসবের আনন্দে অনিশ্চয়তা
এমন আবহাওয়া পুজোর ভিড়ে কিছুটা হলেও ভুগতে বাধ্য করতে পারে মানুষকে। বিশেষজ্ঞদের মতে, অন্তত আগামী ক’দিন ছাতা বা রেইনকোট ছাড়া পথে বেরনো ঠিক হবে না। এমন অবস্থায় পুজোর কেনাকাটা ও প্রস্তুতি মাটি করার হুমকি দিচ্ছে মেঘ-বৃষ্টি, তা নিয়েই এখন চিন্তায় বঙ্গবাসী।