দেশব্যাপী জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এখন চালু হয়েছে বিশেষ পরিচয়পত্র— ‘বাল আধার কার্ড’ (Bal aadhaar card)। এটি এমন এক আধার নম্বর, যা শিশুর জন্ম থেকেই সরকারি সেবা ও প্রয়োজনে ব্যবহার করা যায়। স্কুলে ভর্তি হোক বা স্বাস্থ্যবিমা ও টিকাকরণ— সর্বত্রই এই আধার প্রমাণপত্র কার্যকর ভূমিকা রাখবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি ভাবে বাল আধার কার্ডের জন্য আবেদন করবেন।
এই কার্ডের আবেদন প্রক্রিয়া সহজ। অভিভাবক চাইলে অনলাইনে অফিসিয়াল আধার সাইটে গিয়ে “My Aadhaar” > “Book an Appointment” অপশন থেকে বুক করতে পারেন, অথবা সরাসরি নিকটস্থ আধার সেবা কেন্দ্রে পৌঁছে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারেন। সেখানে শিশুর মুখের ছবি তোলা এবং প্রয়োজনীয় নথি জমা হয়ে। জমা শেষ হলে একটি Acknowledgement Slip পাওয়া যায়, যা দিয়ে ৩০ দিনের মধ্যে অনলাইনে স্ট্যাটাস চেক করা সম্ভব।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে — শিশুর জন্ম সনদ (বিশেষত ২০২৩ সালের অক্টোবরের পর জন্মানো শিশুদের জন্য বাধ্যতামূলক),অভিভাবকের আধার কার্ড এবং প্রয়োজনে স্কুলে পড়ার প্রমাণপত্র। নির্দিষ্ট নিয়মে আবেদন করা হলে স্বল্প সময়েই শিশুর আধার নম্বর তৈরি হয়। সব মিলিয়ে, ‘বাল আধার’ শিশুদের প্রথম সরকারি পরিচয় হিসেবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক সুবিধা পেতে সহায়ক হবে।
তবে এই আধারের বিশেষত্ব হলো, শিশুর আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান নেওয়া হয় না; কেবল জন্মতারিখ, ঠিকানা, অভিভাবকের তথ্য ও শিশুর মুখের ছবি যুক্ত করা হয়। শিশুর বয়স পাঁচে পৌঁছালে প্রথমবার এবং পনেরো হলে দ্বিতীয়বার বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করতে হয়, যাতে ভবিষ্যতের সব সরকারি যাচাইয়ে কোনো সমস্যা না হয়। তাই সময় মতো বায়োমেট্রিক আপডেট করলেই শিশুর আধার নম্বর ভবিষ্যতে কোনো বাধা ছাড়াই সমস্ত সরকারি ও বেসরকারি সেক্টরে গ্রহণযোগ্য থাকবে।