আজ ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) রামলালের অভিষেক (Pran Pratistha) হবে। এই অনুষ্ঠানের জন্য রীতিমত উৎসবের আয়োজন হয়েছে সর্বত্র। রাজকীয়ভাবে সাজানো হয়েছে গোটা অযোধ্যাকে। বিশেষ করে মর্যাদাপুরুষোত্তম রামের স্বাগতমের জন্য তৈরী হয়েছে সরযূ নদীর তীর।
অযোধ্যা রাম মন্দির ‘আস্থা স্পেশাল ট্রেন’ (Ayodhya Ram Mandir Astha Special Trains)
কোটি কোটি মানুষ একটিবার রাম মন্দির দর্শকনের উদেশ্যে অযোধ্যা যাবেন। তাই রামলালের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে শতাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যাতে সহজেই মানুষ রাম মন্দিরে পৌঁছে যেতে পারে। যেমনটা জানা যাচ্ছে সব মিলিয়ে ২০০ এরও বেশি ট্রেন চলবে।
আগামী ১০০ দিন দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যা ধাম (Ayodhya Dham) পর্যন্ত এই বিশেষ ট্রেন চালানো হবে। যেমনটা জানা গিয়েছে আজ অর্থাৎ ২২শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরেই দর্হণার্থীদের জন্য রাম মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। ভক্তরা যাতে সহজেই অযোধ্যা পৌঁছাতে পারেন তার জন্যই রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনিও যদি অযোধ্যা যেতে চান সেক্ষেত্রে আইআরসিটিসির (Indian Railway Catering and Tourism Corporation) এর মাধ্যমে ট্রেন বুকিং করতে পারবেন। ট্রেনে যাতায়াতের সময় যাত্রীদের সম্পূর্ণ নিরামিষ খাবার সরবরাহ করা হবে। তবে এই বিশেষ ট্রেনগুলির ক্ষেত্রে রিজার্ভেশন ফি ছাড়াও সুপারফাস্ট ফি, ক্যাটারিং ফি, সার্ভিস চার্জ এবং জিএসটির মতো চার্জ নেওয়া হবে।
গোটা দেশের মত পশ্চিমবঙ্গ থেকেও বিশেষ ট্রেনের আয়োজন করা হয়েছে। হাওড়া থেকে শুরু হবে এই ‘আস্থা স্পেশ্যাল ট্রেন’ (Aastha Special Train) এর যাত্রা। যেটা মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শকনের স্বপ্ন পূরণ করবে অজস্র ভক্তের। আগামী ২৯শে জানুয়ারি হাওড়া থেকে প্রথম যাত্রা শুরু করবে এই আস্থা স্পেশাল ট্রেন।
বর্তমানে ৪টি আস্থা স্পেশাল ট্রেন চালু হচ্ছে হাওড়া থেকে। ১৬০০ টাকা খরচ করলেই অযোধ্যা যাওয়া যাবে। এছাড়াও দিলীপ ঘোষ জানান, কিছুদিন পর থেকে রেল পাস দেওয়া হবে। ট্রেনে ওঠা থেকে শুরু করে বাড়ি ফেরত আসা পর্যন্ত সব দায়িত্ব নেওয়া হবে।