জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অভিকা গোরের (Avika Gor) জীবনে এসেছে এক নতুন অধ্যায়। ছোটপর্দায় সাড়া জাগানো চরিত্র থেকে আলোচনার কেন্দ্রে তিনি প্রায়ই থাকেন। তবে এবারের প্রসঙ্গ শুধু চরিত্রে নয়, একেবারে বাস্তব জীবনের সাজে তাঁকে দেখা গেল, যা ভক্তদের মধ্যে বাড়িয়েছে কৌতূহল।
বিয়ের বিশেষ মুহূর্ত
সম্প্রতি অভিকা গোর বধূর বেশে ধরা দেন। দীর্ঘদিনের সঙ্গী মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে পিঁড়িতে বসেছেন তিনি। আশ্চর্যের বিষয় হলো, তাঁদের বিয়ের আসর বসেছিল এক রিয়্যালিটি শো-এর সেটেই। ‘পতি, পত্নী অউর পঙ্গা’ অনুষ্ঠানটির মঞ্চে চার হাত এক করেন তাঁরা। বিশেষ আয়োজনটি সম্প্রচারিতও হয় সরাসরি টেলিভিশনে, ফলে দর্শকরা সাক্ষী হয়ে থাকেন এই আনন্দঘন মুহূর্তের।
সাজসজ্জা ও অনুষ্ঠান আয়োজন
কনের সাজে অভিকা ছিলেন নজরকাড়া। টুকটুকে লাল লেহঙ্গা ও পান্নার গয়নায় উজ্জ্বল তিনি। মিলিন্দের পরনে ছিল সোনালি শেরওয়ানি। সাতপাকে ঘোরার পর অতিথি আর মিডিয়াকর্মীদের হাতে মিষ্টি তুলে দেন নবদম্পতি। পরিবার-পরিজনের সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড ও টেলিভিশন দুনিয়ার একঝাঁক তারকা। তাঁদের মধ্যে ছিলেন সোনালি বেন্দ্রে, হিনা খান, রুবিনা দিলায়েক, গুরমীত চৌধরি, রাখী সাওয়ন্ত, ফারহা খান, স্বরা ভাস্কর থেকে শুরু করে কুস্তিগির গীতা ফোগতও।
অভিনয়জীবনের সাফল্য ও প্রেমের শুরু
শৈশবে ‘বালিকা বধূ’-তে ‘আনন্দী’র চরিত্র করে সারা দেশে খ্যাতি পান অভিকা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও বর্তমানে তিনি পরিচিত মুখ। ২০২০ সালে শুরু হয় অভিকা ও মিলিন্দের প্রেমের যাত্রা, যা এবার শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে বাঁধা পড়ল।
মিলিন্দের পরিচয় ও সাফল্য
অভিকার জীবনসঙ্গী মিলিন্দ চান্দওয়ানি শুধুই অভিনেত্রীর প্রেমিক নন, তিনি নিজ যোগ্যতায়ও পরিচিত। পেশায় ব্যবসায়ী ও সমাজকর্মী মিলিন্দের উদ্যোগে গড়ে ওঠা NGO ‘ক্যাম্প ডায়েরিজ’, যেখানে দরিদ্র শিশুদের দেওয়া হয় শিক্ষা ও প্রশিক্ষণ। IIM আহমেদাবাদ থেকে MBA শেষ করে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন Infosys-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। পরে এমটিভির ‘রোডিজ রিয়েল হিরোজ’-এর মাধ্যমে আলোচনায় আসেন। অন্যদিকে অভিকা গোরের নিট সম্পদ ইতিমধ্যেই প্রায় ৮২ কোটি টাকা ছাড়িয়েছে।
তারকাখচিত জুটির ভবিষ্যৎ
সব শেষ দুই ভিন্ন জগতের হলেও অভিকা ও মিলিন্দের সম্পর্কের দৃঢ়তা তাঁদের ভক্তদের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছে। তাই বাস্তবেই বধূর সাজে অভিকাকে দেখার আনন্দে বিভোর দর্শক ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে ভরিয়ে তুলেছেন শুভেচ্ছা আর ভালোবাসায়।