টেলিভিশনের জনপ্রিয় মুখ অভীকা গোর আবারও আলোচনায়। ছোটপর্দায় ‘বালিকা বধূ’ চরিত্রে অভিনয় করে দর্শক-হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জীবনের এক বিশেষ অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। তবে সেই অধ্যায় শুধু পর্দার জন্য নয়, ব্যক্তিগত জীবনের সঙ্গেও জড়িয়ে। এই নিয়ে শোবিজ দুনিয়ায় চর্চা জোরদার চলছে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নবরাত্রির শুভ দিনে, ৩০ সেপ্টেম্বর জীবনের বিশেষ যাত্রার সূচনা হতে চলেছে। সঙ্গী মিলিন্দ চন্দওয়ানিকে নিয়ে একটি রাজকীয় আয়োজনের মধ্য দিয়েই আসছে সেই শুভ মুহূর্ত। আসরের আয়োজনও রীতিমতো ব্যতিক্রমী, শুধু ব্যক্তিগত পরিসরেই নয়, তাঁদের এই শুভক্ষণে সাক্ষী থাকবেন দর্শকরাও। কারণ এটি দেখা যাবে রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গায়’। ফলে দুই পরিবারই আসন্ন এই মুহূর্তকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে।
বিয়ের প্রাকমুহূর্তে উপলব্ধি ভাগ করে নিতে গিয়ে অভীকা বলেন, এখনও বিষয়টি তাঁর কাছে অবাস্তব মনে হয়। তবে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন— এটাই বাস্তব। তিনি মিলিন্দকে শুধু সঙ্গী হিসেবেই দেখেন না, বরং জীবনের সেরা সহচর হিসেবে মানেন, যিনি সবসময় পাশে থেকেছেন সমর্থন আর অনুপ্রেরণা দিয়ে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভীকা আরও জানান, শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল— হয় নিরবে আদালতে সাতপাকে বাঁধা পড়বেন, নয়তো এমন আয়োজন করবেন যা সবাই দেখবে। এবার সেই কল্পনাই পূরণ হতে চলেছে। তাঁর ব্যাখ্যায়, ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করার পর থেকেই জনসমক্ষে রয়েছেন তিনি, আর দর্শক তাঁকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন। তাই এই আনন্দমুহূর্তে দর্শককে অংশীদার করাই তাঁর ইচ্ছা ছিল।
তাই আজ অভিনয়ের রঙিন জীবনের বাইরে অভীকা গোর দাঁড়িয়ে আছেন জীবনের আরও রঙিন বাস্তব অধ্যায়ের দোরগোড়ায়, আর তার সাক্ষী হবেন দর্শকরাও।