বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির সংসার চালানো যে কত কঠিন তা বোঝেন সাধারণ মানুষই সবচেয়ে বেশি। বিশেষত গ্রামীণ মহিলাদের জন্য এই লড়াই যেন প্রতিদিনের। তবে এবার সেই দৈনন্দিন চিন্তায় কিছুটা স্বস্তি এনে দিল অসম (Assam) সরকার। নতুন আর্থিক সহায়তার ঘোষণায় হাসি ফুটেছে হাজারো গৃহিণীর মুখে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি চালু করেছেন বহুল আলোচিত প্রকল্পের তৃতীয় পর্যায়—‘অরুণোদয় ৩.০’। লক্ষ্য স্পষ্ট: রাজ্যের গৃহিণীদের হাতে সরাসরি মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে, এবারে প্রত্যেক যোগ্য মহিলা প্রতি মাসে পাবেন ১,২৫০ টাকা করে সহায়তা। যাঁরা একা পরিবারের দায়িত্ব কাঁধে বহন করছেন—যেমন বিধবা বা অবিবাহিত মহিলা—মূলত তাঁরাই এই প্রকল্পের প্রাধিকারভুক্ত।
একই সঙ্গে সংসারের রান্নার খরচও কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি LPG সিলিন্ডারে ঘোষণা করা হয়েছে ২৫০ টাকার ভর্তুকি, যাতে রান্নার খরচ আর গ্যাসের মূল্য বৃদ্ধির অভিঘাত কিছুটা হলেও সামাল দেওয়া যায়। প্রশাসনের দাবি, ডিগবয় বিধানসভা এলাকার কয়েক হাজার পরিবার ইতিমধ্যেই পেয়ে গেছে এই সুবিধা, যা ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও প্রসারিত হচ্ছে।
তবে এবার শুধু নগদ সহায়তা নয়, প্রকল্পে যুক্ত করা হচ্ছে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় দিক। নভেম্বর থেকে কম দামে পাওয়া যাবে লবণ, চিনি ও ডালের মতো ব্যবহৃত খাদ্যপণ্যও। এই অংশটি কার্যকর হলে গ্রামীণ পরিবারগুলির খরচের চাপ আরও খানিকটা হালকা হবে বলে আশাবাদী মহলের ধারণা।
‘অরুণোদয় ৩.০’ শুধুমাত্র একটি আর্থিক প্রকল্প নয়—এটি রাজ্যের সামাজিক কল্যাণ কর্মসূচিতে নতুন পথ দেখাচ্ছে। সরকার জানিয়েছে, ভবিষ্যতে আরও বহু পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। আর সেই আশাতেই আজ অসমের বহু গৃহিণীর মুখে ফিরছে হারিয়ে যাওয়া হাসি।