সাহারা ইন্ডিয়াতে (Sahara India) কোটি কোটি বিনিয়োগকারীর কষ্টের অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় সরকার সাহারা রিফান্ড (Sahara India Refund) পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে আবেদন করে বিনিয়োগকারীদের ৪৫ দিনের মধ্যে তাদের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে মোদী সরকার। সরকার আশ্বাস দেয় যে, বিনিয়োগকারীরা শীঘ্রই অর্থ ফেরত পাবে। যে সমস্ত বিনিয়োগকারী রিফান্ডের প্রথম পর্যায়ে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই ১০-২০ হাজার টাকা ফেরত পেয়েছেন। তবে অনেক বিনিয়োগকারী আছেন যারা আবেদনের ৪৫ দিন পরেও টাকা ফেরত পাননি। আপনি যদি এমন বিনিয়োগকারীদের একজন হন তবে চিন্তা করবেন না। এই ধরনের বিনিয়োগকারীদের আবার অর্থ ফেরতের জন্য আবেদন করতে হবে।
কীভাবে টাকা পাবেন Sahara India-র আমানতকারীরা ?
সাহারা (Sahara India) রিফান্ড পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা এখন ১৯,৯৯৯ টাকা পর্যন্ত রিফান্ড দাবি করতে পারবেন। এ বিষয়ে পোর্টালটি আপডেট করা হয়েছে। রিফান্ড (Sahara India Refund) সম্পর্কিত অন্যান্য তথ্যও পোর্টালে আপডেট করা হয়েছে। এতে বলা হয়েছে, ৪৫ দিন পরেও যদি রিফান্ড না আসে, তাহলে পুনরায় আবেদন করা যাবে। একই সঙ্গে যেসব আবেদনকারীকে বলা হয়েছে কেন তাদের পেমেন্ট আটকে আছে, তাদের অবিলম্বে সেই ভুল সংশোধন করে পুনরায় জমা দেওয়ার পোর্টালে পুনরায় আবেদন করতে হবে।
আরও পড়ুন : এবার বিনামূল্যে বাড়িতে পৌঁছবে LPG গ্যাস! ডিলারদের ঘোষণায় খুশির হাওয়া দেশজুড়ে
কীভাবে অনলাইনে Sahara India রিফান্ড পোর্টালে আবেদন করবেন?
১) ‘সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিস (সিআরসিএস)- সাহারা রিফান্ড পোর্টালে যেতে হবে। এই পোর্টালে যেতে ক্লিক করুন https://mocresubmit.crcs.gov.in/resubmission/#/home লিঙ্কে।
২) হোমপেজে ‘Depositor Registration’-তে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুলে যাবে।
৩) নতুন পেজে ১২ ডিজিটের আধার নম্বর, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখে ‘Get OTP’-তে ক্লিক করতে হবে। তারপর সেই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিনিয়োগকারীদের।
৪) তারপর ‘Depositor Login’-তে যেতে হবে। তাতে ক্লিক করতে হবে বিনিয়োগকারীদের। আধার নম্বরের শেষ চারটি ডিজিট, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। লিখতে হবে ‘Get OTP’। তারপর ওটিপি দিতে হবে।
৫) লগইনের পরে আধার কার্ড সংক্রান্ত অনুমোদন দিতে হবে। পরবর্তী পেজে ‘I agree’-তে ক্লিক করতে হবে বিনিয়োগকারীদের।
৬) ব্যক্তিগত তথ্য সংক্রান্ত পেজে আধার নম্বর লিখে ‘Get OTP’-তে ক্লিক করতে হবে। আধারের সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি লিখে ‘Verify OTP’ করতে হবে। তারপর আধার কার্ড সংক্রান্ত তথ্য দেখতে পারবেন লগ্নিকারীরা। তাতে প্রথম নাম, পদবি, জন্মতারিখ এবং বাবা/স্বামীর নাম দেখানো হবে।
৭) নিজের ইমেল আইডি দিতে পারেন। ‘Save Email’-তে ক্লিক করতে হবে। ‘Next’ বাটনে ক্লিক করতে হবে বিনিয়োগকারীদের।
১০) নিজের সাম্প্রতিক ছবি দিতে হবে। ছবির সঙ্গে নিজের ক্লেম ফর্মে স্বাক্ষর করতে হবে। সেটা ‘Upload Document’ স্ক্রিনে অনলাইনে আপলোড করতে হবে লগ্নিকারীদের। সঙ্গে প্যানকার্ডের কপি আপলোড করতে হবে (ক্লেমের অঙ্ক ৫০,০০০ টাকা বা তার বেশি হলে প্যানকার্ড বাধ্যতামূলক)।
১১) সবশেষে ‘Thank You Page’ আসবে। সেখানে ক্লেম রিকোয়েস্ট নম্বর (Claim Request Number) থাকবে। যা লিখে রেখে দিতে হবে। ভবিষ্যতে সেটা কাজ লাগবে।