মুম্বইয়ের আলোকিত পর্দায় আজ যাঁকে কোটি মানুষ দেবতার আসনে বসান, সেই বিগ বির জন্মদিন উপলক্ষে আজ স্মৃতিচারণ। তাঁর স্বপ্নের শুরু হয়েছিল একেবারে সাধারণ জীবনের মধ্য দিয়ে—এই কলকাতায়। ১৯৬৮ সালে তরুণ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তখন বলিউডের নন, করপোরেট জগতের কর্মচারী। শহরের এক বেসরকারি সংস্থায় মাসিক বেতন ছিল মাত্র ১৬৪০ টাকা। ওই সময়টায় এই শহরই ছিল তাঁর আশ্রয়, আগামীর দিনের পথচলার ঠিকানা।
কলকাতার দিনগুলো পরে নিজেই স্মৃতিচারণ করেছেন বিগ বি। ব্লগে লিখেছিলেন, সেই সময় আটজন তরুণ থাকতেন একটি ছোট ঘরে—মাত্র ১০ বাই ১০। অফিস শেষে বন্ধুরা জড়ো হতেন আড্ডায়, কিন্তু পকেটে টাকা না থাকায় শহরের নামী রেস্তোরাঁর ভিতরে ঢোকা ছিল বিলাসিতা। “বাইরে দাঁড়িয়ে ভাবতাম, একদিন আমরাও ঢুকব,”—বলেছিলেন অমিতাভ।
তখন জীবন ছিল কঠিন, কিন্তু স্বপ্নে ভরা। টাকার টানাপোড়েনে বহুদিন পেট ভরতের উপায় ছিল না। এক পরিচিতের পরামর্শে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ফুচকা খেয়ে অনাহার মেটাতেন প্রতিদিন—কম খরচে পেটও ভরে, মন্দও লাগত না। নিজেই এক সাক্ষাৎকারে হেসে বলেছিলেন, “সেই ফুচকাই আমাকে বাঁচিয়ে রেখেছিল।”
সেই শহরেই একদিন দাঁড়িয়ে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—একদিন সব বদলে দেবেন। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ মুক্তি পাওয়ার পর শুরু হয় অমিতাভের অভিনয়-যাত্রা, আর তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি।
আজ এই শহরে যখন শুটিংয়ের কাজে ফেরেন, কলকাতার সেই পুরনো রাস্তাগুলোর স্মৃতি যেন ফিরে আসে অজান্তেই। এখনও বলেন, “সময় বদলেছে, শহরও বদলেছে—কিন্তু ভালোবাসা আর স্মৃতি চিরকাল থেকে যায়।”