টেলিকম দুনিয়ায় (Telecom Industry) রাজত্ব করতে একে অপরকে টেক্কা দিয়ে চলেছে ভারতের কিছু বড় বড় টেলিকম সংস্থা। যেমন রিলায়েন্স Jio (Reliance Jio), ভারতীয় এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea), বিএসএনএল (BSNL)। এর মধ্যে এয়ারটেল গ্রাহকদের জরুরী ঘোষণা করল কোম্পানি।
বাতিল হবে ফিজিক্যাল সিম : নিজের প্রায় ৩৭ কোটি গ্রাহকদের ক্ষেত্রে বড় ঘোষণা করেছে এয়ারটেল (Airtel)। ইতিমধ্যে নিজেদের গ্রাহকদের মেইল পাঠাতেও শুরু করেছে তারা। আর সেই মেইল দেখে এক রকম সকলেই চমকে গিয়েছেন। এটা তো সকলেই জানেন যখন কোনো সিম কিনতে যাওয়া হয় তখন আমাদের ফিজিক্যাল সিম এবং ই সিম কেনার অপশন দেওয়া হয়।
চাহিদা বেশি E-Sim-র : প্রায়শই দেখা দিয়েছে ফিজিক্যাল সিমের তুলনায় ই সিম নেওয়ার প্রতি বেশি ঝুঁকছেন গ্রাহকরা। কারণ এই সিম ব্যবহার করা গ্রাহকদের জন্য অনেকটাই লাভদায়ক। এই E-Sim ব্যবহার করলে আপনাকে বারবার ফোন থেকে খুলে সিম বের করা বা লাগানোর দরকার হয় না। এই প্রসঙ্গে সম্প্রতি বড় দাবি করেছেন এয়ারটেলের সিইও গোপাল বিত্তাল ।
কী বললেন বিত্তল? তিনি জানান, এখন গ্রাহকদের রেগুলার সিম নেওয়ার তুলনায় এই সিম নেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিৎ। ই সিম রেগুলার সিমের তুলনায় যথেষ্ট সুরক্ষিত এবং এর ব্যবহার করাও একদম জল ভাতের সমান। এয়ারটেলের সিইও জানিয়েছেন, ইতিমধ্যে গ্রাহকদের ই সিম কেনার জন্য তাঁদের মেইল পাঠানো হয়েছে।
কিভাবে নেবেন E-Sim? আর এই মেইল মারফত ই সিমের উপকারিতা সম্পর্কে সকলকে ওয়াকিবহাল অবধি করা হয়েছে। গোপাল বিত্তাল জানিয়েছেন যে এই ই সিমের দরুণ আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনকে ট্র্যাক করতে পারবেন। আপনিও যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি Airtel Thanks App – এ গিয়ে নিজের রেগুলার সিমকে ই সিম-এ পরিবর্তন করতে পারেন।