Petrol Diesel Price drop : বিগত কয়েক বছরে যেভাবে জ্বালানি তেল (Petrol-Diesel) ও গ্যাসের (Gas) দাম বৃদ্ধি পেয়েছে তা আর বলার নয়। রান্নার LPG গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পৌঁছেছিল ১১০০তে পেট্রল-ডিজেল এর দামও (Petrol Price) অগ্নিগর্ভা। তবে সম্প্রতি দেশের মানুষদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তে হাসি ফুঁটেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মুখে। এবার পেট্রল-ডিজেল নিয়েও প্রকাশ্যে এল বড় ঘোষণা।
যেমনটা জানা যাচ্ছে সরকারের তরফ থেকে দেশের মুদ্রাস্ফীতি কমিয়ে আনার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসবের মাঝেই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে যাওয়ায় তেল কোম্পানি বেশ মোটা আয় করেছে। তাই সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার কথা ভেবে পেট্রল ডিজেলের দাম কমানোর কথা ভাবা হতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রীর মন্তব্যে।
যেমনটা জানা যাচ্ছে, পুজোর আগেই সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ৩-৫ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রল ও ডিজেলের দাম। অবশ্য এর মাঝে আসন্ন রাজ্যসভা নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মিডিয়ার তরফে দাবি করা হচ্ছে। তবে LPG এর মত যদি পেট্রোল-ডিজেলের দাম কমে সেটা যে স্বস্তিদায়ক তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ একবার গেলে ভুলবেন দীঘা-পুরী-দার্জিলিং! কলকাতার কাছেই রয়েছে এই ৫ উইকেন্ড ডেস্টিনেশন
আগামীকাল অর্থাৎ ৯ই সেপ্টেম্বর পেট্রোল পাম্প ডিলারদের সাথে একটি বৈঠক হতে পারে। যেমনভাবে উজ্জ্বলা প্রকল্পে LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে তেমনি অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সুযোগ রয়েছে। সেই বিষয়েই আলোচনা করা হবে।
অবশ্য বৈঠকে এই একটি বিষয় ছাড়াও ডিলারদের কমিশন বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হবে। জানা যাচ্ছে ডিলারদের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হবে। সেখানেই পেট্রোল-ডিজেলের দামের পরিবর্তনের আগে তাদের তথ্য প্রদানের জন্য বলা হবে। সাথে ডিলারদের লিটারপিছু কমিশন বাড়ানোর জন্যও সরকারি অয়েল মার্কেটিং কোম্পানিগুলোকে নির্দের্শ দেওয়ার দাবি জানানো হবে।