আধার (Aadhar Card) নিয়ে চলে এলো বড় আপডেট। আধার কার্ড (Aadhar Card) নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও, এটি বর্তমানে আম আদমির অধিকার। বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাঙ্ক, LPG অফিস- সর্বত্রই আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার তৈরি নিয়ে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রের মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের (Aadhar Card) জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করার ধাঁচেই হবে এই যাচাইকরণ। এসডিএম স্তরের অফিসারের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড (Aadhar Card) দেওয়া হবে। আগে UIDAI -এর তরফে এই ভেরিফিকেশন করা হত।
বদলে গেল Aadhar Card তৈরির নিয়ম :
এখন আধার সেবা কেন্দ্রে গিয়ে যাবতীয় তথ্য দিলেই আধার কার্ড তৈরি (Aadhar Card) হয়ে যাবে তা আর সম্ভব নয়। বরং এখন আধার কার্ড (Aadhar Card) তৈরি করতে হলে পাসপোর্ট তৈরির মতো নিয়ম মানতে হবে। এমনকি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক আপনার বাড়িতে এসে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখার পরই হাতে পাবেন আধার কার্ড!
নতুন নির্দেশ অনুসারে, এই প্রক্রিয়া শুধুমাত্র ১৮ বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবে। একইসঙ্গে যাদের আধার কার্ড রয়েছে, তাঁদের জন্য নতুন নিয়মের কোনও বালাই নেই।
আরও পড়ুন : নতুন বছরের খুশির খবর! ২০২৪-ই তুমুল বাড়ছে সুদের হার! একাধিক পোস্টঅফিস স্কিমে টাকার বৃষ্টি
Aadhar Card তৈরির নতুন নিয়মটি কী?
১) এখন থেকে আধার কার্ডের জন্য আবেদন করলেই তা পেয়ে যাবেন ব্যাপারটা তেমন আর নেই। আপনার দেওয়া তথ্য স্পট ভেরিফিকেশন করে দেখা হবে। তাতে কোনও অসংগতি থাকলে বা সেই তথ্য পর্যাপ্ত না হলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে।
২) পাসপোর্টের মত ভেরিফিকেশন করে আধার কার্ড দেওয়ার এই নিয়মটি প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর পূর্ণ হওয়া নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য।
৩) আপনার যদি আগে থেকে আধার কার্ড থাকে তাহলে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই।
৪) নতুন নিয়মে আধার কার্ড দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের ছাড়পত্রের উপর নির্ভর করতে চলেছে।
৫) মহকুমাশাসক সশরীরে আবেদনকারীর কাছে হাজির হয়ে সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্র দিলে তবেই এবার থেকে আধার কার্ড পাওয়া যাবে।
৬) আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হলেও আপডেট করার নিয়মে কোনও পরিবর্তন আসছে না। তা আগের মতই আপডেট করতে পারবেন।
নতুন নিয়মে Aadhar Card পেতে কত দিন সময় লাগবে ?
নতুন নিয়মে আধার কার্ড পেতে ১৮০ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। অর্থাৎ আবেদন করার পর অর্ধেক বছর কেটে যেতে পারে হাতে আধার কার্ড পেতে। UIDAI নতুন যে নিয়ম চালু করতে চলেছে তাতে আবেদনকারীরা আগের মতই আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করবেন।
তারপর UIDAI সেটা সার্ভিস প্লাস পোর্টালে আপডেট করে দেবে। সেখান থেকে সংশ্লিষ্ট এলাকার মহকুমাশাসক তথ্যগুলি পাবেন। এরপর ১৮০ দিনের মধ্যে তিনি আবেদনকারীর কাছে হাজির হয়ে প্রদান করা যাবতীয় তথ্য খতিয়ে দেখবেন। সেই সময় আবেদনকারীকে সশরীরে হাজির থাকতে হবে। মহকুমাশাসক সবকিছু খতিয়ে দেখে সন্তুষ্ট হলে আবেদনকারী আধার কার্ড পাবেন, আর না হলে তার আবেদন বাতিল হয়ে যাবে।
আবেদনকারীর উপস্থিত থাকা বাধ্যতামূলক :
নির্দেশ অনুসারে, আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য, অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।
আধার কার্ডের গোটা বিষয়টি অনেকটা পাসপোর্টের আবেদন জানানো ও তা পাওয়ার মত হতে চলেছে। কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, প্রতিটি জেলার একজন করে অতিরিক্ত জেলাশাসক ও সংশ্লিষ্ট এলাকার মহকুমাশাসক-কে নিয়ে এই বিষয়টি পরিচালনা করার। উল্লেখ্য এই নিয়মটি সর্বপ্রথম উত্তরপ্রদেশে চালু হচ্ছে, তবে খুব দ্রুত গোটা দেশে চালু হয়ে যাবে।