আধার কার্ড লোন (Aadhaar Card Loan) নিয়ে ফের এক বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। দেশে এবং রাজ্যে চাকরির অবস্থা খুব খারাপ। এর ফলে বেকার ছেলে মেয়েদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। উচ্চশিক্ষিত হয়ে অনেক ছেলে মেয়ে বসে আছে। এই সব ছেলে মেয়েদের ভবিষ্যত এর কথা ভেবেই কেন্দ্র হোক কি রাজ্য তাদের নিজেদের পায়ে স্বাবলম্বী করে তোলার জন্য নানা রকমের প্রকল্প নিয়ে এসেছে।
Aadhaar Card Loan কী ?
আধার কার্ড থাকলেই এবার পেয়ে যান লোন। প্রধানমন্ত্রী দেশের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার জন্য একটি প্রকল্প এনেছেন। এখন বেশিরভাগ ছেলে মেয়ে চাকরি না পেয়ে ব্যবসার (Aadhaar Card Loan) দিকে ঝুকে পড়ছে। কিন্তু যে কোনো ব্যবসায় নামতে গেলে মূলধনের প্রয়োজন হয়। অনেকে এই মূলধনের অভবে ব্যবসা শুরু করতে পারে না। তাই এবার থেকে মূলধন নিয়ে আর চিন্তা করতে হবে না। মুশকিল আসান করতে আসছে আধার কার্ড লোন (Aadhaar Card Loan).
Aadhaar Card Loan-র সুবিধা কী ?
এই প্রকল্পটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন ১০ লক্ষ অবধি টাকা। আপপনি যদি এই সুবিধা নিতে আগ্রহী হন তাহলে আপনার জন্য সঠিক ঠিকানা হলো কেন্দ্র সরকারের এই আধার কার্ড লোন (Aadhaar Card Loan)। এর পোশাকী নাম হল PMEGP। এই লোনের আরো একটি বিশেষ বিষয় হল যে, এই টাকা পরিশোধের ক্ষেত্রে সরকার আপনার ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে। অনেকেই নিজের ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। সেখানে সুদের হারও অনেক বেশি ও কোন রকমের ভর্তুকিও থাকে না। তেমনি লোন নেওয়ার ক্ষেত্রেও অনেক ঝামেলা দেখা দেয়। সে ক্ষেত্রে আপনি কেন্দ্রীয় সরকারের PMEGP এর মাধ্যমে এই সুবিধা নিতে পারেন। আসুন তাহলে আজকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
কারা Aadhaar Card Loan-এর সুবিধার গ্রহণ করতে পারবেন?
১. ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে।
৩. এছাড়াও নিজের একটি ব্যবসা শুরু করতে হবে। তবে যে সমস্ত ব্যক্তি ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চায়, তাদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা অষ্টম পাস থাকা জরুরী।
Aadhaar Card Loan-র সুদের হার কত?
আধার কার্ড লোন (Aadhaar Card Loan) প্রকল্পের মাধ্যমে লোন নিলে সাধারনত ১১ থেকে ১২% সুদের হারে লোন পরিশোধ করতে হবে। এই লোন পরিশোধ করার সময় ৩ থেকে ৭ বছর পর্যন্ত। আপনি যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করতে চাইলে এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং কেন্দ্র সরকার এই লোনের উপরে ভর্তুকি প্রদান করবে। গ্রামের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমান ৩৫% আর শহরের ক্ষেত্রে ২৫% (Aadhaar Card Loan).
কীভাবে করবেন আবেদন ?
১) এই স্কীমের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা শুরু করার জন্যে প্রথমেই আপনাকে www.kviconline.gov.in বা www.my.msme.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) ওয়েবসাইট খুলে গেলে সেখানে PMEGP পোর্টাল গিয়ে ক্লিক করুন।
৩) এরপরে স্কিনে ‘Application For Individual’ অপশনটিতে ক্লিক করুন।
৪) আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর “Save Aplicant Data” তে ক্লিক করুন।
৫) এরপরে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে Submit করুন। Submit আপনার Register করা ফোন নম্বর একটি Application ID ও Password চলে যাবে।
আরও পড়ুন : আয়ুষ্মান কার্ড করতে আর লাগবে না রেশন কার্ড! ৫ লক্ষ টাকার বিরাট সুবিধা দিচ্ছে কেন্দ্র
Aadhaar Card Loan-এর জন্য কী কী নথি লাগবে ?
- আধার কার্ড (Aadhaar Card).
- কাস্ট সার্টিফিকেট (Caste Certificate).
- প্যান কার্ড (PAN Card).
- প্রজেক্ট রিপোর্ট।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (Education Qualification Certificate).
- রুরাল এরিয়া সার্টিফিকেট।
- ব্যাংক পাশ বুক (Bank Passbook)