পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে ব্যাটিং শুরু শীতের! আজ সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ কিছুটা নেমে গেল। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কমেছে, কোথাও বেড়েছে। কোথাও কোথাও কিছু কুয়াশারও দেখা মিলেছে। তবে এখনই শীতের ব্যাটিং দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
কলকাতার আবহাওয়া : এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : শুক্রবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া : শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
কী হবে শীতের ভবিষ্যৎ? পারদ নিম্নগামী হওয়ায় অনেকেই মনে করছেন এবার টানা শীত পড়তে চলেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। রবিবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার শক্তি কতটা হয় এবং কোন দিকে যায়, তার ওপরেই শীতের ভাগ্য নির্ভর করছে।