বিশ্বকাপ ফাইনালে (Cricket World Cup 2023) ধারাভাষ্য করতে গিয়ে বিতর্ক তৈরি করে ফেলেছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। মহিলাদের ক্রিকেটের প্রতি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে নেটদুনিয়ার তুমুল কটাক্ষের মুখে পড়তে হল প্রাক্তন ভারতীয় স্পিনারকে (Indian Spinner)। এবার সেই বিষয় নিয়েই সরব হলেন কলকাতার (Kolkata) ২ রেডিও জকি (Radio Jockey)।
হরভজন সিং ২০১১ বিশ্বজয়ী দলের সদস্য। ১২ বছর পর আবারও ভারত বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোয় স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন হরভজন। অতীতের নানা স্মৃতিই ঘুরে ফিরে আসে তাঁর স্মৃতিতে। বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ারও করেন দর্শকদের সঙ্গে। কিন্তু তারই মধ্যে বিরাটপত্নী অনুষ্কা শর্মা এবং রাহুল পত্নী আথিয়া শেট্টিকে নিয়ে এমন মন্তব্য করে বসেন, যে তাতেই তীব্র বিতর্ক জন্ম নেয়। যে ঘটনার ভিডিও মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ঠিক কী বলেন প্রাক্তন ভারতীয় স্পিনার? মাঠে তখন অজি বোলারদের দাপট সামলাচ্ছেন কোহলি ও রাহুল। সেই সময়ই টিভির পর্দায় ভেসে ওঠে অনুষ্কা এবং আথিয়ার মুখ। অন্য এক ধারাভাষ্যকার বলেন, এঁরাও হয়তো ভাবছেন, কোহলি ও রাহুল ক্রিজে টিকে গেলে দলের ভালো হবে। এরই উত্তরে ভাজ্জিকে বলতে শোনা যায়, “আমি ভাবছিলাম যে এখানে ক্রিকেটের কথা হচ্ছে নাকি সিনেমার। কারণ ক্রিকেটের ব্যাপারে তো এত জ্ঞান নেই।”
এরপরই ফিভার এফএম-র দুই সঞ্চালিকা আরজে মানালি এবং আরজে জিনিয়া দাবি করেন লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছেন হরভজন। তাঁদের দাবি, আগে হরভজনকে তাঁদের ‘ইনোসেন্ট’ মনে হত, কিন্তু আদতে তা নয়।
এদিকে ভাজ্জির মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে নেটদুনিয়ার একাংশ। প্রশ্ন তোলা হয়, মহিলারা কি ক্রিকেটের কিছুই বোঝেন না? অন্য এক নেটিজেনের পালটা প্রশ্ন, হরভজনের স্ত্রীও তো একজন অভিনেত্রী। তাহলে কীভাবে তিনি এমন মন্তব্য করে দেন? কেউ কেউ আবার ‘নারীবিদ্বেষী’ মন্তব্যের জন্য একহাত নিয়েছেন হরভজনকে। বলছেন, আর কবে মানসিকতা বদলাবে ভারতীয়দের?