কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Report Today)? মা দুর্গার গমনের পর শহর জুড়ে হালকা শীতের আমেজ (Winter in Bengal) অনুভূত হচ্ছিল। এবার পুজোয় আর সেরকম হাসফাঁস করা গরম অনুভূত হয়নি। নভেম্বরের প্রথম থেকেই গরমের দাপট অনেকটাই কমে গিয়েছে। তবে, হঠাৎ করে নিম্নচাপের জেরে অনেকটাই গরম বেড়েছিল। মেঘলা আবহাওয়া থাকার ফলে ও হালকা বৃষ্টিতে পারদ চড়েছিল রাজ্যে।
কলকাতার আবহাওয়া : আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মোটের উপরে রোদঝলমলে থাকবে। গতকাল থেকেই মেঘ কেটে সূর্যি মামার দেখা মিলেছে। জেলার শহরগুলিতে সামান্য পারদ পতন হয়েছে। কলকাতা শহরে তেমন শীত বোঝা না গেলেও রাতের দিকে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে। বাইরেও হালকা চাদর গায়ে দিতে হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে (North Bengal) আগামী তিন-চার দিন তাপমাত্রার সেরকম উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যের উপকূলবর্তি জেলাগুলিতে প্রবল বর্ষণ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সেই সঙ্গে পূর্বমেদিনীপুর (East Medinipore) জেলাতেও সতর্কতা করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে বেঁকে যাওয়ায় এযাত্রায় ঘূর্ণিঝড়ের দাপট থেকে মুক্তি পেয়েছে রাজ্য। হালকা শীতের আমেজ পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় আবার বেশ গরম পোশাক বেরিয়ে গিয়েছে। কলকাতা শহরেও হাওয়ায় শীতের পরশ। নভেম্বরের মাঝামাঝি হয়ে গেলেও শীতের তেমন দাপট বোঝা যাচ্ছে না।
কবে থেকে নামবে পারদ? শীত পাগল বাঙালি শীতের অপেক্ষায় রয়েছেন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) পূর্বাবাস দিয়েছে মঙ্গলবার থেকেই নাকি দুই বঙ্গে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েেছ আলিপুর আবহাওয়া দফতর। গত ২ দিনে ঝকঝকে রোদঝলমলে আকাশ দেখা গিয়েছে দুই বঙ্গে। ঘূর্ণিঝড় কেটে যেতেই পারদ পতন শুরু হবে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : আগামী ২ থেকে ৩ দিন কলকাতা শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ নামবে বলে জানা গিয়েছে। আগামী ২ থেকে ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ২ থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা নামবে বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গের জেলা গুলির তাপমাত্রায় খুব বেশি হের ফের হবে না।