Pradhan Mantri Free Ration Scheme : আধার কার্ড ও ভোটার কার্ডের পাশাপাশি রেশন কার্ডও (Ration Card) ভারতবাসীর কাছে এক গুরুর্ত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে সরকার Free Ration Scheme মারফত খাদ্য সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন। দেশের সাধারণ মানুষের সুবিধার্থে আবার এক বড়ো রকমের সিদ্ধান্ত নিয়ে হাজির হয়েছে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)!
তিনি জানিয়েছেন, এবার থেকে রেশন কার্ড থাকলেই আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই সরকারি পরিষেবা ও সুবিধা পাবেন সাধারণ মানুষ। ২০২০ সালে কোভিড অতিমারির সময় মোদী সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana)। এর অধীনেই মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়েছিল। সেই প্রকল্পকেই আগামী পাঁচ বছর চালু রাখার ঘোষণা শনিবার করেছেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার ছত্তিশগড়ের দুর্গে এসে এমনই ঘোষণা করলেন নরেন্দ্র মোদী! তিনি জানালেন,”আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপি সরকার আগামী ৫বছরের জন্যে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালিয়ে যাবে। আপনাদের স্নেহ ও আশীর্বাদ আমাকে এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার সাহস জুগিয়েছে।” রতলামের সভায় এই নিয়ে ঘোষণা করার পর তিনি বলেন,”এটি মোদির গ্যারান্টি!”
এর আগে বিভিন্ন ধাপে বিনামূল্যে রেশনের সময়সীমা বেশ কয়েকবার বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। শেষবার তা বর্ধিত করা হয় ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তবে এদিনের জনসভায় এই PMGKAY এর সময়সীমা একেবারে ৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন তিনি। অর্থাৎ এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
PMGKAY উপকারিতা : এই প্রকল্পের অধীনে দেশের প্রায় ৮০ কোটি বিপিএল তালিকাভুক্ত সাধারণ মানুষ (রেশন গ্রাহক) বিনামূল্যে চাল, গম ও আটা পাওয়ার মাধ্যমে দারুণভাবে উপকৃত হচ্ছেন। অনেকরেই দুই বেলার অন্নসংস্থান করেছে কেন্দ্রের এই প্রকল্প। প্রতি মাসে মাথা পিছু প্রত্যেক কে ৫ কেজি আটা / চাল প্রদান করা হবে এবং এক কেজি ফ্রি গোটা চানা প্রদান করা হবে। ৬ টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে গম বরাদ্দ দেওয়া হয়েছে, যারা হল – পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি এবং গুজরাট এবং বাকি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চাল সরবরাহ করা হয়েছে। কেবল মোবাইল নম্বর ও আধার তথ্য রেশন কার্ড থাকলেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন জনসাধারণ।