এলপিজি গ্যাসের ওপর নির্ভর করে রয়েছে গোটা ভারতের সাধারণ মানুষ। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) প্রতিটা মানুষের দৈনিক প্রয়োজনীয় জিনিস। কিন্তু এই প্রয়োজনীয় জিনিসটির দাম হুর হুর করে বেড়েই চলেছে যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের জন্যে সত্যিই সংকটের। তবে সাধারণ মানুষের এই সংকটের দিনে এক দারুন সুখবরের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তার এই ঘোষণার ফলে খুশির জোয়ার এসেছে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের মুখে!
মোদী সরকার তার রাজ্যত্যে প্রজাদের প্রকল্পের, তার মধ্যে একটি হলো উজ্জ্বলা যোজনা, যার আওতাভুক্তদের ভর্তুকির পরিমাণ 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করেছেন। উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম নেমে আসে 603 টাকায়। এর আগে অক্টোবর মাসেই গ্যাসের দাম কমিয়েছিলো কেন্দ্র প্রায় ২০০ টাকা! তাই এমনি গ্যাস সিলিন্ডারের দামও কমেছে ২০০ টাকা।
সম্প্রতি ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ‘মোদী কি গ্যারান্টি’ ইশতেহারের প্রকাশের সময় ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এখন থেকে মাত্র ৫০০ টাকাতেই মিলবে এলপিজি গ্যাস। কিন্তু এই ৫০০ টাকায় গ্যাস সবাই পাবেন না। তাহলে দেরি না করে জেনে নন করা পেতে চলেছে এই ৫০০ টাকার গ্যাস?
আরও পড়ুনঃ ২০২৪ এর ভোটের আগে শুরু ভোটার কার্ড সংশোধনের কাজ! এভাবে করতে হবে আবেদন
শুধু এখানে থেমে থাকেননি অমিতশা ! তিনি আরও বলেন “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গরিব পরিবার গুলিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) দেওয়া হবে। আর আয়ুষ্মান ভারত যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা দিচ্ছে। এরই সঙ্গে আমরা LPG Gas Price ৫০০ টাকা করে দেব।”
অমিতশা জানান, “বিজেপি সরকার ছত্তিসগড়ে জিতলে মানুষ 500 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) পাবেন। রানী দুর্গাবতী যোজনা চালু করা হবে, এই যোজনার আওতায় থাকা মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে 1 লাখ 50 হাজার টাকা পাবে।” তিনি ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বলেন যে,” ভূপেশ বাঘেল পাঁচ বছরের জন্য এখানে সরকার গঠন করেছিলেন কিন্তু তার মধ্যে উন্নতির ছিটেফোঁটাও করেননি উল্টে কেলেঙ্কারি করেছেন।”
তার এসব প্রতিশ্রুতিতে যারপরনাই আনন্দিত ছত্তিসগড়বাসী! ছত্তিশগড়ের মানুষকে তিনি বলেন, মোদীজি ছত্তিশগড়ের উন্নয়ন করতে চান। কিন্তু ভূপেশ বাঘেল এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এমতাঅবস্থায় ছওিশগড়ের জনগণ যেন ভূপেশ বাঘেলকে পুনরায় জয়যুক্ত না করেন সেই জন্য তিনি তাদের অনুরোধ করেন। কেবল মাত্র ছত্তিশগড়ে মোদী সরকার জিতলেই গরিব পরিবারদের ৫০০ টাকায় গ্যাস দেওয়া হবে। এবার দেখার এটাই নিজের প্রতিশ্রুতি পালনে সক্ষম হবেন কিনা অমিতশা!