এবার দক্ষিণবঙ্গের সঙ্গে আরামবাগের (Arambagh) রোজকার যাতায়াত নতুন বিপাকে পড়তে চলেছে। বুধবার থেকেই বন্ধ হতে পারে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি বাস পরিষেবা। এই হঠাৎ সিদ্ধান্তে চাপে পড়বেন রোজ যাতায়াতকারী হাজারো মানুষ।
বুধবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে চলা সমস্ত বেসরকারি বাস পরিষেবা। সংগঠন জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে—যার ফলে বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানসহ গুরুত্বপূর্ণ রুটের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।
বাস মালিকদের দাবি, লাগাতার খরচ বেড়ে চললেও যাত্রীসংখ্যা ও আয় কমে যাওয়ায় ক্ষতির সীমা ছাড়িয়েছে। তার উপর, রামকৃষ্ণ সেতু দিয়ে ভারবাহী যান চলাচল নিষিদ্ধ হওয়ায় বাস চলাচলও ব্যাহত হচ্ছে। যদিও বাসের ওজন ৯ টনের মতো, প্রশাসনের অনুমতি মিলছে না বলেই অভিযোগ। বিকল্প রুটও না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে।
অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য জানান, “তেলের দাম, বেতন ও রক্ষণাবেক্ষণের খরচে একেকটি বাস চালানো অসম্ভব হয়ে উঠেছে।” ফলে প্রশাসনের সঙ্গে বহু আলোচনার পরও কোনও সুরাহা না মেলায় বাস মালিকরা চূড়ান্ত পদক্ষেপে গিয়েছেন।
দৈনিক হাজার হাজার মানুষ এই বাস পরিষেবার উপর নির্ভরশীল। যাত্রীদের আশঙ্কা—সকাল-বিকেল অফিস, স্কুল, কলেজ বা জরুরি কাজের যাতায়াত কার্যত বন্ধ হয়ে যাবে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত সমাধান ও বিকল্প ব্যবস্থার দাবি তুলেছেন। তবে প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।