বলিউডের (Bollywood) বহু চর্চিত রহস্যের অবসান ঘটালেন সলমন খান। বহু বছর পর অবশেষে গায়ক অরিজিৎ সিংহের সঙ্গে নিজের দূরত্বের কারণ নিয়ে মুখ খুললেন তিনি। এক টেলিভিশন শোয়ের অনুষ্ঠানে মজার ছলে বলা কথায় উঠে আসে সেই পুরনো অধ্যায়, যা একসময় বলিউডের অন্যতম বিতর্কে পরিণত হয়েছিল।
‘বিগ বস ১৯’-এর উইকেন্ড পর্বে অতিথি রবি গুপ্তার সঙ্গে কথোপকথনের সময় আলোচনার সূত্রপাত। রবি হেসে বলেন, তিনি সলমনের সঙ্গে দেখা করতে ভয় পান, কারণ তাঁকে নাকি অরিজিৎ সিংহের মতো দেখতে লাগে। তখনই সলমন খান হেসে জানান, অরিজিৎ তাঁর খুবই ভালো বন্ধু, আর সেই সময়কার ভুল বোঝাবুঝি ছিল সম্পূর্ণ তাঁর নিজের দিক থেকে।
এই সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত ২০১৪ সালের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সঞ্চালক সলমন তখন মজার ছলে মঞ্চে উঠে অরিজিতকে জিজ্ঞেস করেন, “ঘুমাচ্ছিলেন নাকি?” জবাবে গায়কও হেসে বলেন, “আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।” দর্শক তখন হাসলেও সলমন বিষয়টি সহজভাবে নেননি। সেই ঘটনাই তৈরি করে দেয় দুই তারকার মধ্যে দূরত্বের দেয়াল, যা পরবর্তীতে সঙ্গীত শিল্পে বিশেষ প্রভাব ফেলে।
সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল ‘সুলতান’ ছবির জনপ্রিয় গান Jag Ghoomeya নিয়ে। প্রথমে অরিজিতকে দিয়ে সেই গানটি শেষ করা হলেও পরবর্তীতে সিনেমাতে রাখা হয় রাহত ফতেহ আলি খানের কণ্ঠকে। তারপর অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চান ও নিজের গানটি অন্তর্ভুক্ত করার অনুরোধও করেন, কিন্তু তা কার্যকর হয়নি।
তবে এত বছর পর সলমনের এই খোলামেলা মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে তাঁদের সম্পর্ক। বলিউড মহল জুড়ে এখন শুধু একটাই প্রশ্ন—অরিজিৎ ও সলমনের বন্ধুত্বের নতুন অধ্যায় কি তবে শুরু হতে চলেছে?