অস্ট্রেলিয়া সফর শেষেই হয়তো ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এক যুগের অবসান হতে পারে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আর ওয়ান ডে জার্সিতে দেখা যাবে না—এমন আলোচনা এখন তুঙ্গে। ক্রিকেট মহলে গুঞ্জন, এই দুই কিংবদন্তির আন্তর্জাতিক ওয়ান ডে ক্যারিয়ার শেষের পথে।
অবসরের জল্পনার সূচনা
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রোহিত-কোহলি জুটি ভারতের ওয়ান ডে দলের মেরুদণ্ড। ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে তাঁরা পরিকল্পনা করলেও, বাস্তবতা এখন ভিন্ন পথে যাচ্ছে। ছয় মাস আগেই রোহিতের নেতৃত্বে ভারত জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি—যা ছিল দলের বহু প্রতীক্ষিত আইসিসি শিরোপা। সেই আসরে কোহলি রান পান ধারাবাহিকভাবে; পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ইনিংস ছিল দৃষ্টিনন্দন।
নেতৃত্ব পরিবর্তন ও বিতর্ক
কিন্তু ট্রফি জয়ের পরই চমক। রোহিতের হাত থেকে ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, অধিনায়ক করা হয় তরুণ শুভমন গিলকে। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রোহিত নাকি চুপচাপ থাকলেও মন ভেঙে গেছে তাঁর—এমনই ইঙ্গিত মেলে দলের ভেতরকার মহল থেকে। রোহিতের ঘনিষ্ঠরা সরাসরি কিছু না বললেও, গুঞ্জন উড়িয়ে দেননি।
কোহলির অবস্থান
অন্যদিকে কোহলি আগেই অধিনায়কত্ব হারালেও তাঁর ব্যাটে এখনো ধার অপরিবর্তিত। ৫১টি ওয়ান ডে সেঞ্চুরি তাঁর ব্যাটিং সাম্রাজ্যের সাক্ষ্য। তবে দলের নীতি ও সিনিয়র খেলোয়াড়দের প্রতি আচরণ নিয়ে তিনি নাকি অসন্তুষ্ট। রোহিত যদি অবসরের পথে হাঁটেন, কোহলিও হয়তো আর পেছনে থাকবেন না—এমনই ধারণা ক্রিকেটবিশেষজ্ঞদের।
অসন্তোষের পিছনে কে আছে?
কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবীণ ক্রিকেটারদের ভূমিকা সীমিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের অভিজ্ঞতা যথাযথ মর্যাদা না দেওয়া নিয়েই নাকি ক্ষোভ-এর দানা বেঁধেছে। ফলে ভারতীয় ক্রিকেট হয়তো এখন বড় এক পরিবর্তনের দোরগোড়ায়—যেখানে নতুন যুগ শুরু হবে, কিন্তু পেছনে রয়ে যাবে এক সোনালি অধ্যায়ের সমাপ্তি।