ডিজিটাল লেনদেন এবার আরও দ্রুত ও আধুনিক হতে চলেছে। আগামী ৮ অক্টোবর থেকে এমন এক পরিবর্তন আসছে, যা দেশজুড়ে লাখো ইউপিআই (UPI) ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় বদল আনবে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন পদক্ষেপে টাকা পাঠানো বা গ্রহণের পদ্ধতিতেই যুক্ত হচ্ছে প্রযুক্তির নতুন স্তর—যেখানে নিরাপত্তা আর সুবিধা দুটিই মিলবে একসাথে।
প্রথম দিকটা ছিল সহজ—মোবাইলের ইউপিআই অ্যাপে পিন নম্বর টাইপ করলেই কাজ শেষ। কিন্তু এখন সেই ধাপটাই ইতিহাস হতে চলেছে। আরবিআইয়ের নির্দেশে পিনের বদলে আসছে বায়োমেট্রিক অথেন্টিকেশন, অর্থাৎ মুখের পরিচয় (Face ID) বা আঙুলের ছাপ (Fingerprint) দিয়েই সম্পন্ন হবে লেনদেন।
এই নতুন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হচ্ছে মুম্বইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে। এর নেপথ্যে রয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)—যারা ইউপিআই (Unified Payments Interface) প্ল্যাটফর্মটি পরিচালনা করে। এনপিসিআই জানিয়েছে, এই প্রযুক্তি আধারভিত্তিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ, লেনদেনের সময় ব্যবহারকারীর মুখ বা আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে আধারের সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যের সঙ্গে।
বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি ডিজিটাল প্রতারণা রোধে নতুন দিগন্ত খুলে দেবে। কারণ পিন চুরি হওয়া স্বাভাবিক হলেও কারও মুখ বা আঙুলের ছাপ নকল করা কার্যত অসম্ভব। ফলে নিরাপত্তার পাশাপাশি বাঁচবে সময়ও।
এই পদক্ষেপে সবচেয়ে বেশি স্বস্তি পাবেন সেইসব প্রবীণ ও প্রযুক্তিতে অনভ্যস্ত ব্যবহারকারীরা, যাঁরা পিন মনে রাখতে প্রায়ই হিমশিম খান। তাছাড়া গ্রামীণ ও আধা-শহুরে এলাকায়, যেখানে আধার সংযুক্তিকরণ ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ, সেখানে ইউপিআই ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা।
ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট বাজার। শুধুমাত্র সেপ্টেম্বর ২০২৫ মাসেই ইউপিআই লেনদেনের পরিমাণ ছুঁয়েছে প্রায় ১৪০০ কোটি টাকা। তাই পিন ছাড়াই বায়োমেট্রিক শনাক্তকরণে লেনদেনের এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে—এমনই বিশ্বাস সরকার ও বিশেষজ্ঞমহলের।