দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে ফের ঘনাচ্ছে মেঘ। দিনের শেষে কিংবা রাতের দিকে ছাতা সঙ্গে রাখতেই হতে পারে আপনাকে। কারণ, আবহাওয়া দফতরের রিপোর্টে মিলছে স্পষ্ট ইঙ্গিত—শরতের আকাশ এত সহজে পরিষ্কার হচ্ছে না। ইতিমধ্যেই নতুন করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বর্ষার আঁচ টের পাওয়া যাচ্ছে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলকে ঘিরেই শুরু হয়েছে বৃষ্টির প্রস্তুতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এতদিন উত্তরবঙ্গেই বৃষ্টির দাপট থাকলেও এবার দক্ষিণবঙ্গের দিকে সরছে মেঘের ভার। অন্তত ৯টি জেলা—কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা—বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাব্য তালিকায় রয়েছে।
ঘূর্ণাবর্তের প্রভাব
বিহার সংলগ্ন এলাকায় বর্তমান ঘূর্ণাবর্তই এই আবহাওয়ার মূল কেন্দ্রবিন্দু। সমুদ্রের ওপরে তৈরি নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর জেরেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের নয়টি জেলার জন্য ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সর্তকতা। যারা ভেবেছিলেন, এবার রোদ ঝলমলে দিন ফিরছে—তাদের জন্য নতুন বার্তা, মঙ্গলবার থেকে অন্তত বুধবার পর্যন্ত দিনভর বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ সতর্কতা জারি হয়েছে নদীয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
উত্তরবঙ্গে স্বস্তির হাওয়া
অন্যদিকে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এই সব জেলায় বৃষ্টির তীব্রতা কমলেও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে বলেই বিশেষজ্ঞদের মত।
এসবের পাশাপাশি বুধবারও দুইবঙ্গে একইরকম ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দফায় দফায় এই বৃষ্টি কিছুতেই পুরোটা বিদায় নিচ্ছে না। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাসহ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে— সেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েই যাচ্ছে। তাই রাজ্যজুড়ে এখনও সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে আপডেট রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।