পুজোর শেষ পর্বে বৃষ্টির দাপট এখনও জারি দক্ষিণবঙ্গে। রবিবার, যখন শহর এবছরের শেষ দুর্গাপুজোর কার্নিভালের (Carnival) প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই দিনেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করেছে আবহাওয়া দফতর। তাই কার্নিভাল আয়োজন ঘিরে চিন্তা বাড়ছে পুরসভা ও দর্শকদের মধ্যে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি হয়েছে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, আর সেই সঙ্গে কিছু এলাকায় হতে পারে মাঝারি মাত্রার বৃষ্টি। তবে প্রত্যেক জেলায় সমানভাবে প্রভাব পড়বে না— কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে সরে যাওয়া নিম্নচাপ এখন ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে এগোচ্ছে। তার প্রভাবে এখনও ভিজে দক্ষিণের আকাশ। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে— বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দুই-ই কমতে পারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে।
অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই অন্যরকম। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা থাকায় সেখানে ঘোষিত হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা। তবে শুক্রবার পর্যন্ত কিছু দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলতে পারে। সার্বিকভাবে বলতে গেলে, পুজোর আনন্দে বৃষ্টি সামান্য বাধা দিলেও দুর্যোগের আশঙ্কা ধীরে ধীরে কমার দিকেই।