দূর্গাপুজোর আনন্দ এখনো পুরোপুরি শেষ হয়নি কলকাতায়। প্রতি বছরকার মতো এইবারও শহরজুড়ে উৎসবের রেশ লেগে থাকবে কয়েকদিন।যেখানে কলকাতার নানাপ্রান্তের দুর্গা ঠাকুর এনে শহরের রেড রোডে কার্নিভাল করা হয়ে। তবে এবার সেই অনুষ্ঠানকে আরও শান্তিপূর্ণ করার জন্য শহরের মেট্রো (Metro) পরিবহন ব্যবস্থায় আসছে বিশেষ প্রস্তুতি। ৫ ই অক্টোবর এই অনুষ্ঠানের ফলে হাজার হাজার মানুষের সমাগম হতে পারে। তাই এই দিনের জন্য মেট্রো কর্তৃপক্ষ দিতে চলেছে এক বিশেষ পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কার্নিভাল উপলক্ষে সেদিন রাতে ব্লু লাইন ও গ্রিন লাইন— দুই রুটেই অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। যাতে ভিড় নিয়ন্ত্রণে রাখা যায় এবং গভীর রাতেও কেউ নিরাপদে বাড়ি ফিরতে পারে। ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বররুটে রাত ১০টার পর শুরু হবে বাড়তি ছ’টি ট্রেন চলাচল, প্রতি ২০ মিনিট অন্তর।
বিস্তারিত সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ব্লু লাইনের আপ দিকের ট্রেনগুলো চলবে রাত ১০:০৩, ১০:২৩ ও ১০:৪৩‑এ, আর ডাউন দিকে ট্রেন সময় হবে ৯:৫৩, ১০:১৩ ও ১০:৩৩‑এ। পাশাপাশি গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান দুই দিকেই রাত ১০:২০, ১০:৪০ ও ১১:০০‑এ তিনটি করে ট্রেন চলবে।
এই বাড়তি ট্রেন পরিষেবার খবরেই যাত্রীরা খুশি, বিশেষ করে যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে উৎসব উপভোগ করতে আসছেন। তাই কার্নিভালে যেন শুধু আনন্দ নয়, পাশাপাশি থাকে নিরাপত্তার নিশ্চয়তাও। যাত্রীরা এই পরিষেবায় স্বস্তি পাবেন যেহেতু রাতেও নিরাপদে এবং দ্রুত বাড়ি ফেরার সুযোগ পাবে কার্নিভালে অংশগ্রহণের পর। মেট্রো কর্তৃপক্ষের এই পরিকল্পনা দুর্গাপুজোর আনন্দ শেষে যাত্রীদের জন্য যেমন এক বড় সহায়তা, তেমনি শহরের রাস্তাঘাটেও চাপ কমাবে।
আসলে, উৎসবের বিশাল জমায়েত সামলানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ আগে থেকে। এখন প্রশ্ন শুধু একটাই, এই বাড়তি মেট্রো পরিষেবা কি ঠিক সময়ে যথাযথ পরিমাণে চলবে, আর দর্শকদের ভিড় কতটা ঠেকানো যাবে? শেষ হাসি দেখাবে সময়ই।