লাদাখের (Ladakh) প্রখ্যাত প্রকৌশলী, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারির এক সপ্তাহ পার হলেও এখনও তাঁর শারীরিক অবস্থা বা আটকের প্রকৃত কারণ প্রকাশ পায়নি। এ অবস্থায় স্বামীর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো।
আদালতের দ্বারস্থ স্ত্রী
গীতাঞ্জলি আংমো শীর্ষ আদালতে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করে দাবি করেছেন, ওয়াংচুককে বেআইনিভাবে বন্দি করে রাখা হয়েছে। একইসঙ্গে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্তকে চিঠি লিখে দ্রুত মুক্তির আবেদন জানান। সামাজিক মাধ্যমে আক্ষেপ করে তিনি লিখেছেন, “এক সপ্তাহ কেটে গেলেও আমার কাছে তাঁর স্বাস্থ্য বা আটক সংক্রান্ত কোনও তথ্য নেই।”
গ্রেফতার ও মামলা
গত ২৬ সেপ্টেম্বর দুপুরে লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল এসডি সিং জামওয়ালের নেতৃত্বে ওয়াংচুককে তাঁর লেহ-র বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে নিরাপত্তাজনিত কারণে তাঁকে লেহ জেল থেকে সরিয়ে রাজস্থানের জোধপুর জেলে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের দাবি, ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর অধীনে মামলা রুজু হয়েছে।
অভিযোগ ও তদন্ত
গ্রেফতারের আগে থেকেই তাঁর সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’ (সেকমোল) এবং ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ’-এর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) ভঙ্গের অভিযোগ উঠে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করে এবং সিবিআই তদন্তেরও নির্দেশ দেয়। সরকারের বক্তব্য, বিদেশি অর্থায়নের নিয়ম ভেঙে অনুদান নেওয়া হয়েছে।
আন্দোলন ও প্রভাব
লাদাখের রাজ্যের স্বীকৃতি ও পরিবেশ সুরক্ষার দাবিতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন ওয়াংচুক। বহুবার অনশন করেছেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর জেনারেশন জেড বিক্ষোভের পর থেকে নতুন করে অশান্তি শুরু হলে প্রশাসন তাঁর উপর নজরদারি আরও বাড়ায়। স্থানীয়দের একাংশের ধারণা, লেহর জনরোষ এড়াতেই তাঁকে দূরে জোধপুর জেলে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ‘র্যাঞ্চো’ চরিত্রটি ওয়াংচুককে কেন্দ্র করেই নির্মিত হয়েছিল। সমাজে তাঁর ভাবমূর্তি একজন উদ্ভাবক ও শিক্ষাপ্রেমী সমাজকর্মীর। ফলে তাঁর হঠাৎ গ্রেফতার ও দীর্ঘ অজ্ঞাতবন্দিত্ব স্থানীয়দের পাশাপাশি জাতীয় স্তরে উদ্বেগ তৈরি করেছে।