বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি? এই প্রশ্নের গোটা বিশ্বে একটাই উত্তর দূর্গাপুজো। গোটা বছরের অপেক্ষা ষষ্ঠী থেকে নবমী ঘোরা, খাওয়া দাওয়া আর জমজমাট আড্ডার জন্য। কিন্তু এই ৫টা দিন কোথা দিয়ে চলে যায় সেটা বুঝতেই পারা যায় না। এই যেমন দেখতে দেখতে এবছরের পুজো চলে গেল, আজ বিজয়া দশমী। আজ থেকেই শুরু আরও এক বছরের অপেক্ষা।
যদিও খাতায় কলমে পঞ্চমীতে পুজো শুরু, তবে বাঙালি এখন অনেকটাই অ্যাডভান্স। মহালয়ার দিন থেকেই কলকাতায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্যণীয় ছিল এবছরে। এমনকি শ্রীভূমির লাইন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংও কম হয়নি। চলুন এবার দেখে নেওয়া যাক আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে দূর্গা পুজো।
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে দুর্গাপুজোর প্রথমেই একটা ছুটি মার যেতে চলছে চাকুরীজীবিদের। কেন? কারণ ২০২৪ এর মহালয়া পড়েছে ২রা অক্টোবর। গান্ধী জয়ন্তীর দিনে মহালয়া হওয়ায় একদিনের ছুটি মিস যেতে চলেছে। এবার দেখে নেওয়া যাক পঞ্চমী থেকে দশমীর দিন সহ তারিখ।
২০২৪ সালের দুর্গাপুজোর পঞ্চমী – ৮ই অক্টোবর (মঙ্গলবার)
২০২৪ সালের দুর্গাপুজোর ষষ্ঠী – ৯ই অক্টোবর (বুধবার)
২০২৪ সালের দুর্গাপুজোর সপ্তমী – ১০ই অক্টোবর (বৃহস্পতিবার)
২০২৪ সালের দুর্গাপুজোর অষ্টমী- ১১ই অক্টোবর (শুক্রবার)
২০২৪ সালের দুর্গাপুজোর নবমী – ১২ই অক্টোবর (শনিবার)
২০২৪ সালের দুর্গাপুজোর দশমী – ১৩ই অক্টোবর (রবিবার)
পুজোর তারিখ দেখলে বোঝা যাচ্ছে নবমী ও দশমী শনি ও রবিবার পড়ছে অর্থাৎ অন্ততপক্ষে আরও একদিনের ছুটি বাদ পড়তে চলেছে। এছাড়াও ২০২৪ সালে লক্ষীপুজো পড়েছে ১লা নভেম্বর শুক্রবার।