পুজোর দিনগুলিতেও স্বস্তি নেই কলকাতাবাসীর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নবমীর কাছাকাছি আবারও তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। তার প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে ফের নামতে পারে বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গত সপ্তাহে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়েছিল। কয়েক জায়গায় দীর্ঘ সময় ধরে জল নামেনি, দুর্ভোগে পড়েছিলেন সাধারন মানুষ। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগেই ব্যবস্থা নিতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, জলজট যাতে না হয়, তার জন্য আলাদা টিম মাঠে নামানো হচ্ছে। শহরের রাস্তায় ম্যানহোল ও গালিপিট খোলার কাজে থাকবেন মোট ১৭৬ জন ফিল্ড কর্মী। পাশাপাশি কাঁকুড়গাছি আর উল্টোডাঙার আন্ডারপাসের জন্য রাখা হয়েছে বিশেষ ২০ জন কর্মীর একটি দল। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হচ্ছে শহরের ৮৬টি স্থায়ী পাম্পিং স্টেশন, যেগুলি টানা চালু রেখে পরিস্থিতি সামলানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকছে না উদ্যোগ। যেসব অঞ্চলে সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায়, সেসব জায়গার জন্য বাড়তি ব্যবস্থা হিসেবে মোতায়েন থাকছে ৪০৬টি অস্থায়ী পাম্প। নিকাশি দফতরের এক কর্তা জানিয়েছেন, ঘণ্টায় ২০ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি মোকাবিলা করার মতো সক্ষমতা এখন রয়েছে। তবে তার চেয়ে বেশি বৃষ্টি হলে সমস্যা দেখা দেবে, বিশেষ করে জোয়ারের সময় লকগেট বন্ধ থাকলে জল নামতে দেরি হবেই। তবুও মূল লক্ষ্য, যত দ্রুত সম্ভব লোকালয়ে জমা জল নিষ্কাশন করা।
কর্তার দাবি, কয়েকদিন আগের ভোগান্তির অভিজ্ঞতা থেকেই পুরসভা এবার আরও সতর্ক। কোথায় কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, তার রূপরেখা আগে থেকেই তৈরি করা হচ্ছে। নাগরিক জীবনকে স্বাভাবিক রাখতে সব দিকেই নজরদারি বাড়ানো হয়েছে।
অতএব, এবার পুজোয় নতুন নিম্নচাপের ছায়া থাকলেও, শহরকে স্বস্তি দিতে সর্বশক্তি নিয়েই মাঠে নেমেছে কলকাতা পুরসভা। কলকাতার রাস্তায় জল থইথই ছবি যেন না ফেরে, সেই লক্ষ্য নিয়েই পুরসভার সমস্ত পদক্ষেপ।