ভারতের হাতে এশিয়া কাপ ওঠার পর শুধু মাঠেই নয়, নেটদুনিয়াতেও শুরু হয়েছে এক নতুন রসিকতা যুদ্ধ। পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলার আনন্দে ভেসে উঠেছে গোটা দেশ। আর সেই স্রোতে এবার যোগ দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনন্দনের ছলে সরাসরি প্রতিবেশী দেশকে ‘শত্রুপক্ষ’ আখ্যা দিয়ে একহাত নিলেন তিনি।
ফাইনাল জয়ের পর আলোচনার ঝড়
রবিবারের ফাইনালে ভারত কোনো সুযোগই দেয়নি পাকিস্তানকে। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের খেলা দেখিয়ে কার্যত উড়িয়ে দেয় প্রতিপক্ষকে। ম্যাচ শেষে রানার আপ ট্রফি নিতে গিয়ে অনীহা প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক সালমন আলি আঘা, যা হতাশার ছবি স্পষ্ট করেছিল। ঠিক সেই সময়েই আবার সামনে চলে আসে পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতারের এক ভাইরাল ভুল—ভারতীয় ব্যাটার অভিষেক শর্মার জায়গায় তিনি ভুল করে বলেছিলেন ‘অভিষেক বচ্চন’। বিষয়টি ঘিরেই হাসির রোল নেমে যায় সোশ্যাল মিডিয়ায়।
অভিষেকের খুনসুটি, অমিতাভের কটাক্ষ
শোয়েবের নাম-বিভ্রান্তি নিয়ে প্রথমেই রসিকতা করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিষেক বচ্চন। তিনি লিখেছিলেন, নাম নিলেও পাকিস্তান তাঁকে হারাতে পারবে না—কারণ ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও হারানো তাঁকে সহজ নয়। এরপরই ‘বাবার পাল্টা’।
অমিতাভ তাঁর এক্স হ্যান্ডেলে ফাইনালের পর মন্তব্য করেন, “ওপাশে কথায় পিছল, এদিকে খেলাতেও পিছল। ব্যাট, বল বা ফিল্ডিং না করেও যখন শত্রুপক্ষকে হারানো যায়, তখন বাহবা প্রাপ্য ‘অভিষেক বচ্চন’-এর। জয় হিন্দ, জয় মা দুর্গা।” মুহূর্তেই এই বার্তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সর্বত্র।
বাবা-ছেলের একই সুর
ফলত দেখা গেল, ভিন্ন মঞ্চ থেকে বাবাও ছেলেও একই ইঙ্গিত দিলেন—পাকিস্তানের সামনে ভারত কোনোভাবে হারতে নারাজ। একদিকে মাঠে ক্রিকেটারদের দুর্দান্ত খেলা, অন্যদিকে নেটমাধ্যমে তারকাদের খুনসুটি—দুটো মিলে এশিয়া কাপ জয়ের আনন্দ যেন হয়ে উঠেছে ভারতীয়দের বাড়তি বিনোদন। এই মুহূর্তে অমিতাভের মন্তব্যই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।