এশিয়া কাপ ফাইনালের শেষে বিজয়ের আনন্দে ডুবে গেলেও মাঠে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। চ্যাম্পিয়ন হয়েও ভারতীয় দলের হাতে ওঠেনি কাঙ্ক্ষিত ট্রফি। দর্শক ও খেলোয়াড়দের বিস্মিত করা এই পর্ব ঘিরে এখন তুমুল বিতর্ক ক্রিকেট মহলে।
মাঠে অস্বাভাবিক দৃশ্য
ম্যাচ শেষ হওয়ার পর নিয়মমাফিক পুরস্কার বিতরণী শুরু হওয়ার কথা ছিল। অথচ প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও সাজঘর ছাড়েননি পাকিস্তানি ক্রিকেটাররা, আর মঞ্চে আসেনি মূল ট্রফিও। শেষ পর্যন্ত কয়েকটি ব্যক্তিগত পুরস্কার বিতরণ হলেও প্রত্যাশিত ট্রফি সেই রাতে দেখা যায়নি। ফাইনালের পরিবেশ তখন আরও অস্বস্তিকর হয়ে ওঠে।
সূর্যের প্রতিক্রিয়া ও বার্তা
অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য সতীর্থদের সঙ্গে কল্পনার ট্রফি উঁচিয়ে দলের জয়ের মুহূর্ত উদ্যাপন করেছেন। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের আসল ট্রফি আসলে এই দলের প্রতিটি খেলোয়াড়ই।” পাশাপাশি ম্যাচ ফি সম্পূর্ণ ভারতীয় সেনাকে দান করার ঘোষণা দিয়ে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। সেনার পক্ষ থেকেও সেই বার্তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
ট্রফি নিয়ে বিতর্কের শেকড়
ভারতীয় বোর্ডের অভিযোগ, এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি নিজেই পুরস্কার তুলে দিতে দৃঢ় ছিলেন। কিন্তু ভারতীয় দল নীতিগত কারণে তা প্রত্যাখ্যান করে, কারণ যুদ্ধাবস্থার আবহে পাকিস্তানের কোনো নেতার হাত থেকে তারা পুরস্কার নিতে চাননি। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বিষয়টিকে “দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করে দ্রুত ট্রফি ফিরিয়ে আনার দাবি জানান। জানা গেছে, নভেম্বরে দুবাইয়ে আইসিসির বৈঠকে এসব আনুষ্ঠানিকভাবে তোলা হবে।
দীর্ঘদিনের বিরোধের ধারাবাহিকতা
আসলে গোটা টুর্নামেন্টেই ভারত–পাকিস্তান দ্বন্দ্ব নানা ঘটনাকে ঘিরে সামনে এসেছে। জাতীয় সঙ্গীত চলাকালীন অঙ্গভঙ্গি থেকে শুরু করে হাত মেলানো—প্রতিটি ধাপেই বিতর্ক তৈরি হয়েছে। সুপার ফোর থেকে ফাইনাল পর্যন্ত অভিযোগ–প্রতিআপত্তির মধ্যে দিয়ে কাটিয়েছে দুই বোর্ডই। শেষ পর্বে চ্যাম্পিয়ন দলকেও যখন ট্রফি ছাড়া মাঠ ছাড়তে হয়েছে, তখন সেই অস্বস্তি পৌঁছে গিয়েছে চরমে।
নজিরবিহীন সমাপ্তি
ফাইনাল জয় সত্ত্বেও হাতে ট্রফি না ওঠার এই বিরল ঘটনাকে অনেকেই ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় বলছেন। এশিয়া কাপ শেষ হলেও, ট্রফি বিতর্কের আবহ রয়ে গেল মাঠের বাইরেও। ভারতীয় দল গর্বের সঙ্গে নিজেদের লড়াইকে ট্রফির ওপরে তুলে ধরলেও প্রশ্ন উঠেছে—এমন ব্যতিক্রমী দৃশ্য আর ক্রীড়াঙ্গনে কোথাও দেখা যাবে কি না।