টলিপাড়ায় ফের শুরু হয়েছে চর্চার ঝড়। অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় ও কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ-প্রতিআরোপের পর এবার এই বিতর্কে নাম জড়ালেন অভিনেত্রী পল্লবী মুখোপাধ্যায়ও। একে অপরকে কড়া মন্তব্যে আক্রমণ করে চলেছেন দুই অভিনেত্রী, সামনে আসছে ব্যক্তিগত তথ্য, এমনকি প্রকাশ্যে এসেছে একাধিক ঘনিষ্ঠ ছবি।
টুবানের বিরুদ্ধে নয়নার বিস্ফোরক অভিযোগ
কিছুদিন আগেই নয়না সমাজমাধ্যমে জানিয়েছিলেন, বিবাহিত হয়েও টুবান একাধিক সম্পর্কে জড়িয়ে তাঁকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। বিয়ের প্রতিশ্রুতিতে দীর্ঘ সময় বন্দি করে রেখেছেন বলে অভিযোগ। মুম্বই এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ থাকা সত্ত্বেও টুবানের কথামতো একপ্রকার ঘরবন্দি হয়েই থাকতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে নথিসহ প্রমাণও পেশ করেন নয়না। সেই সময় থেকেই তিনি পাচ্ছেন নানা হুমকি ও কটাক্ষ।
পল্লবীর পক্ষ সমর্থন
এই পরিস্থিতিতে নয়নার অভিযোগকে ‘ভুয়ো’ বলে মন্তব্য করেন অভিনেত্রী পল্লবী মুখোপাধ্যায়। তিনি জানান, টুবান দীর্ঘদিনের পরিচিত, শিক্ষক এবং পরিবারের মতো। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যে মানুষটিকে তিনি কাছ থেকে চেনেন, তার সঙ্গে একেবারেই খাপ খায় না। পল্লবীর দাবি, কেবল সুবিধা হাসিল বা মনোযোগ কেড়ে নিতে নয়না এমন অভিযোগ তুলেছেন।
প্রকাশ্যে নয়নার পাল্টা আক্রমণ
পল্লবীর এই প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ উগরে দেন নয়না। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “পাবলিসিটির জন্য কোনও সাধারণ কোরিওগ্রাফারের সাহায্য কেন নেব? আমার নিজেরই যথেষ্ট নাম আছে ইন্ডাস্ট্রিতে। বিকিনি পরে ঘুরে বেড়ানো ছাড়াই অভিনয় দিয়ে কাজ পাই।” সরাসরি কটাক্ষ করেন পল্লবীকে, যিনি বিগত কয়েক বছর ধরে লড়াই করলেও আজও পরিচিতি পাননি বলে তোপ দাগেন নয়না।
ঘনিষ্ঠ ছবি ফাঁস
এতেও থামেননি নয়না। প্রকাশ্যে কিছু ছবি আনেন তিনি, যেখানে টুবান এবং পল্লবীকে একে অপরের ঘনিষ্ঠ অবস্থায় নাচের ভঙ্গিমায় দেখা যাচ্ছে। প্রশ্ন ছুড়ে দেন—‘ভাই-বোনের সম্পর্ক কি এমনই হয়?’ এর পর থেকেই টলিপাড়ার আড্ডায় আরও জোরালো হচ্ছে আলোচনার ঢেউ।
বিতর্ক থামার লক্ষণ নেই
একদিকে নয়না নিজের অভিজ্ঞতা ও অভিযোগে অনড়, অন্যদিকে পল্লবী আস্থা রাখছেন টুবানের প্রতি। এই টানাপোড়েনে ব্যক্তিগত সম্পর্কের গোপন দিকগুলো যেমন সামনে আসছে, তেমনই উঠে আসছে ইন্ডাস্ট্রির ভিতরের অন্ধকার দিকও। আপাতত এই দ্বন্দ্ব কোনদিকে মোড় নেবে, সেদিকেই তাকিয়ে শিল্পী মহল।