অক্টোবর মাসের ক্যালেন্ডার খুললেই চোখে পড়বে একের পর এক লাল দাগ। উৎসবের মৌসুমে টানা ছুটির ভিড়ে এবার ব্যাঙ্ক পরিষেবাও প্রভাবিত হতে চলেছে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বহু দিন ব্যাঙ্কের দরজা থাকবে বন্ধ। ফলে যাঁদের ব্যাঙ্ক সংক্রান্ত জরুরি কাজ রয়েছে, তাঁদের এখন থেকেই দিনক্ষণ মাথায় রাখা দরকার। নইলে গিয়ে ব্যাঙ্ক বন্ধ পাওয়ার সম্ভাবনা প্রবল।
প্রতি মাসের মতোই অক্টোবরেও রয়েছে নিয়মিত বন্ধ—প্রতি রবিবার ও দ্বিতীয়, চতুর্থ শনিবার। এর সঙ্গে উৎসবের ছুটির মেলবন্ধনে সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় বিশ দিনে। নবরাত্রি, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো থেকে শুরু করে দীপাবলী ও ছটপুজো—প্রায় প্রতিটি উল্লেখযোগ্য দিনে ব্যাঙ্কে কাজকর্ম বন্ধ থাকবে।
মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে ছুটি। ১ অক্টোবর নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষে সারা দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার পরদিন ২ অক্টোবরও ব্যাঙ্ক খোলা থাকবে না, কারণ সেদিন গান্ধী জয়ন্তী ও বিজয়া দশমী পালিত হবে। ৩ -৪ তারিখ করে উত্তর-পূর্ব ভারতের গ্যাংটকে পরবর্তী কয়েকদিন দুর্গাপুজো উপলক্ষে আলাদা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর মাসভর ৬ ,৭ ,১০, ১৮ তারিখে লক্ষ্মীপুজো, বাল্মীকী জয়ন্তী, করবা চৌথ ও কাটি বিহুর মতো উৎসব একে একে ঠাঁই নিয়েছে ব্যাঙ্ক ছুটির তালিকায়।
সবচেয়ে বড় ধাক্কাটি তবে মাঝ ও শেষের দিকে। অক্টোবরের ২০, ২১ ও ২২ তারিখ একটানা তিনদিন দীপাবলী, কালীপুজো, গোবর্ধন পুজো ও প্রতিপদের মতো উৎসবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর কিছুদিন পরেই ২৩, ২৭, ২৮ তারিখে ভাইফোঁটা, ছটপুজোর ছুটি। মাসের শেষ দিনে ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই পটেল জয়ন্তীর ছুটিতেও ব্যাঙ্ক খোলা থাকবে না।
অর্থাৎ ক্যালেন্ডারের হিসেবে মোট প্রায় বিশ দিন ব্যাঙ্কের চাকায় দাঁড়ি টানা হবে। বিশেষজ্ঞরা বলছেন, মাসের গুরুত্বপূর্ণ কাজ যেমন ঋণের কাগজপত্র, এফডি ম্যাচুরিটি বা অন্যান্য লেনদেনের জন্য আগে থেকেই তারিখ দেখে পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ। নইলে উৎসবের আনন্দে আর ছুটির চাপে ছোটখাটো আর্থিক অসুবিধের মুখে পড়তে হবে অনেককেই।