বলিউড (Bollywood) এখন সরগরম এক নতুন খবরে। উৎসবের মরসুমে হঠাৎ করেই চর্চায় উঠে এসেছেন শ্রদ্ধা কপূর। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি। তবে এবার সম্প্রতি শোনা যাচ্ছে অন্যরকম খবর। বছরশেষেই নাকি বাজতে পারে কপূর বাড়ির বিয়ের সানাই। কে সেই সৌভাগ্যবান, তা নিয়েই এখন উৎসাহী সিনে মহল থেকে শুরু করে অনুরাগীরা।
বিগত কয়েক মাস ধরে অভিনেত্রীর সঙ্গে লেখক রাহুল মোদীর নাম জড়িয়ে এসেছে বারবার। প্রথমদিকে সবটাই নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে জল্পনা যে একেবারেই থামছে না, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একসঙ্গে বিমানে যাতায়াত, পাশাপাশি বসা কিংবা আড্ডার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি শ্রদ্ধা।
তবে ধীরে ধীরে বদলেছে পরিস্থিতি। সম্প্রতি এক ভিডিও নতুন করে আলোচনায় বাড়তি রসদ জুগিয়েছে। যেখানে রাহুলকে দেখা গিয়েছে শ্রদ্ধার ছবি তুলতে। সাধারণ মুহূর্ত ধরা পড়তেই লজ্জায় নায়িকার প্রতিক্রিয়া নতুন করে আলো ফেলে তাঁদের সমীকরণ-এর উপর। ফলে বলিউডের অভ্যন্তরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে— আর বেশিদিন নাকি নিজেদের আড়ালে রাখবেন না তাঁরা।
যদিও সম্পর্ক কিংবা বিয়ে— কোনও বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও। কিন্তু ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত, চলতি বছরের শেষেই নাকি বসতে পারেন শ্রদ্ধা-রাহুল বিয়ের আসরে। তবে খবর সঠিক হলে কপূর পরিবারে শিঘ্রই বিয়ের সানাই বাজতে চলেছে। বলিউড এখন অপেক্ষায়— সত্যিই কি প্রেমের এই আড্ডা বিয়ের মঞ্চে গড়াবে, নাকি সে খবরে আরও সময় লাগবে নিশ্চয়তা পেতে।