এলপিজি গ্যাসের ওপর নির্ভর করে রয়েছে গোটা ভারতের সাধারণ মানুষ। এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) প্রতিটা মানুষের দৈনিক প্রয়োজনীয় জিনিস। কিন্তু এই প্রৌয়োজনীয় জিনিষটির দাম হুর হুর করে বেড়েই চলেছে যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের জন্যে সত্যিই সংকটের।
এই সংকটের মুখে দাঁড়িয়ে গ্যাসের দাম নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। শুধু গ্যাস নয় কৃষকদের জন্য অনুদান এবং পেনশনের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম মানুষজনদের জন্যও বড় ঘোষণা করেছেন তিনি। তবে, চমক কিন্তু এখানেই শেষ নয়, নির্বাচনী ইস্তেহারে ভারত রাষ্ট্র সমিতি ১৫ লক্ষ টাকার বিমা দেওয়ার বিষয়টিও সামনে এনেছে।তেলাঙ্গানার বিধানসভা ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিল ভারত রাষ্ট্রীয় সমিতি।
আরও পড়ুনঃ PAYTM অ্যাকাউন্ট থাকলে আজই সাবধান হন! বড়সড় জরিমানা করল RBI, জেনে নিন বিস্তারিত
রবিবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, ক্ষমতায় এলে দারিদ্র্যসীমার নীচে থাকা প্রতিটি পরিবারকে মাত্র ৪০০ টাকা রান্নার গ্যাস দেওয়া হবে। তিনি বলেন, ‘কেন্দ্র যে লাগাতার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে যাচ্ছে, তা থেকে মহিলাদের মুক্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তুকির টাকা বহন করবে এই রাজ্য সরকার।’
তিনি আরও বলেন, ‘সমস্ত উপভোক্তাদের জীবনবিমার (লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন বা এলআইসি) পুরো ১০০ শতাংশ প্রিমিয়াম দেবে সরকার। তার ফলে শুধু যে গরিব পরিবারগুলি রেহাই পাবে, তা নয়, ক্ষতির মুখে পড়বে না এলআইসি।’
শুধু তাই নয়, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিক এবং মহিলাদের প্রতি মাসে যে আর্থিক সাহায্য প্রদান করা হয়, সেটা বাড়িয়ে আগামী পাঁচ বছরে ৬,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।