দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে ফের জমছে মেঘের ঘনঘটা। গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে বৃষ্টি হলেও, আবহাওয়া দফতর এবার সতর্ক করেছে নতুন নিম্নচাপের ইঙ্গিত নিয়ে। বলা হচ্ছে, উপকূলীয় কয়েকটি জেলায় এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে। প্রশ্ন উঠছে—কোন কোন জেলায় কতটা তীব্র হতে পারে এই বৃষ্টি? আর রাজ্যের বাকি অংশে কী অপেক্ষা করছে? সেই উত্তর জানতেই চোখ রাখতে হবে এই প্রতিবেদনে।
দক্ষিণবঙ্গের প্রবল সম্ভাবনা
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় একের পর এক নিম্নচাপের দাপটে আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ শক্তিশালী হওয়ার ফলে তিনটি জেলায় বৃষ্টি হবে সবচেয়ে জোরে। সেগুলো হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎসহ সেই বৃষ্টির মাত্রা মাঝারি থেকে অতি ভারীও হতে পারে, যা খুব স্বাভাবিকভাবেই বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনের কাছে। পাশাপাশি কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতেও বাড়ছে অনিশ্চয়তা ফলে সতর্ক থাকার নির্দেশ ইতিমধ্যেই জারি হয়েছে।
পরবর্তী ইঙ্গিত আরও ভয়াবহ
তবে এখানেই শেষ নয়। হাওয়া অফিস জানিয়েছে, মাসের একেবারে শেষ ভাগে ফের একবার নতুন নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। তাহলে কি সেপ্টেম্বরের শেষ কয়েকদিন আবারও প্রবল বৃষ্টির কবলে পড়বে দক্ষিণবঙ্গ? আশঙ্কা কিন্তু সেদিকেই। সেই সময়ে দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষত উপকূলীয় অঞ্চলগুলিকে নিয়ে এই মুহূর্তে উদ্বেগ বেশি।
উত্তরবঙ্গ অপেক্ষাকৃত শান্ত
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল। তবে একেবারে নিশ্চিন্ত হওয়ার সময় এখনও আসেনি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এ অঞ্চলগুলোয় মাঝেমধ্যেই বৃষ্টি মাথাচাড়া দিতে পারে। ফলে প্রস্তুত সর্বদাই থাকতে হবে। মঙ্গলবারও একই রকম আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সমুদ্র ও নদীমাতৃক অঞ্চলে সতর্কতা
উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।২৭ সেপ্টেম্বর পর্যন্ত দমকা হাওয়া ও অশান্ত সমুদ্র পরিস্থিতি থাকতে পারে। তাই উপকূল ও নদীমাতৃক অঞ্চলের বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের বার্তা দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতি আগামী সপ্তাহের শেষ পর্যন্ত চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফলে এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে জেলে—সবাই তাকিয়ে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে ফের দেখা দিতে চলেছে প্রবল বর্ষণের আশঙ্কা। কোন জেলায় কতটা প্রভাব পড়বে, কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি—এই নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু গোটা রাজ্য।