শিয়ালদহের ট্রেনে পুজোয় চাপ সামলাতে রেল এবার এক বিশেষ পরিকল্পনা নিয়েছে। প্রতিবছরের মতোই উৎসবের দিনগুলোয় ভিড় নিয়ন্ত্রণ রেলের কাছে বড় চ্যালেঞ্জ। তাই এ বছর শুরু থেকেই বাড়তি কৌশল নিয়েছে শিয়ালদহ বিভাগ, যাতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার না হন।
ট্রেন চলাচলের নয়া নিয়ম
উৎসবের মরসুমে অনেক যাত্রীই সমস্যায় পড়েন গ্যালপিং ট্রেনের কারণে, যেখানে নির্দিষ্ট কিছু স্টেশন বাদ দিয়ে ট্রেন চলে যায়। তাই এইবার ২৮ শে সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর পর্যন্ত শিয়ালদহ বিভাগের সব শাখায় গ্যালপিং পরিষেবা বন্ধ রাখা হবে। প্রতিটি লোকাল ট্রেন দাঁড়াবে প্রতিটি স্টেশনে, যাতে বাড়তি যাত্রী চাপকে সমানভাবে সামলানো যাবে। এতে ছোট স্টেশনের যাত্রীরাও সহজে ওঠা-নামা করতে পারবেন।
শুধু লোকাল গ্যালপিং ট্রেন বন্ধ নয়, পুজো ও দীপাবলিকে সামনে রেখে চালু হবে একাধিক বিশেষ ট্রেনও। তার মধ্যে অন্যতম মালদহ টাউন–চলপল্লী এবং কানপুর সেন্ট্রাল–কলকাতা রুট। তাই এবছর উৎসবযাত্রায় বাড়তি স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ।
স্টেশন ব্যবস্থাপনা
ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টারে থাকবে বিশেষ নজর। সাধারণ মানুষকে যাতে ঘন্টার পর ঘন্টা টিকিট লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়ে তার জন্য স্টেশন চত্বরে ২১টি টিকিট কাউন্টারের সঙ্গে আলাদা করে খোলা থাকবে আরও ১০টি মোবাইল ইউটিএস এবং ১৭টি এটিভিএম মেশিন। পাশাপাশি উৎসবের দিনে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা ও সময়সীমা। রাতের দিকে শহরতলির দিকে ফেরার সুবিধার্থে শিয়ালদহ-কল্যাণী ও শিয়ালদহ-সোনারপুর রুটে চলবে বিশেষ ট্রেন। প্রয়োজনে বাড়তি রেক নামানোও হবে বলে জানা গিয়েছে।
ভিড় নিয়ন্ত্রণে কড়া নিয়ম
যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কিছু নিয়ন্ত্রণও চালু হচ্ছে। ৫টা বিকেল থেকে সকাল ৭টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রলি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। স্টেশন প্রাঙ্গণে কোনো পার্কিং-এর অনুমতি থাকবে না। একইসঙ্গে মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য আলাদা প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা
নৈহাটি, বারাসত, দমদম ও শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে থাকবে চিকিৎসা বুথ ও হেল্পডেস্ক। জরুরি প্রয়োজনে থাকবে ডাক্তার ও প্যারামেডিক্যাল টিম, হেল্পলাইন নম্বর ও জরুরি সেবার মতো ফোন নম্বর। এছাড়াও বর্ধিত ভিড় এড়াতে আরপিএফের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হবে। প্রতিটি স্টেশনে রাখা হবে পর্যাপ্ত ও পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা।
সব মিলিয়ে, দুর্গাপুজোয় শিয়ালদহ শাখায় যাত্রী চাপ সামলাতে কোনও খামতি রাখতে চাইছে না পূর্ব রেল। বিশেষ ট্রেন থেকে শুরু করে নিরাপত্তা, চিকিৎসা, টিকিট—সর্বত্র কড়া নজরদারির মধ্যেই কেটে যাবে চলতি উৎসবের ভিড়।