মুম্বইয়ের ব্যস্ত সকালের ট্রেনযাত্রা এক মুহূর্তে রূপ নিল আতঙ্কের দৃশ্যে। বুধবার সকালে চার্চগেটমুখী লোকাল ছাড়তেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা মুহূর্তের মধ্যে শহরবাসীকে চমকে দেয়। ভিড়ের মধ্যেই জনপ্রিয় এক অভিনেত্রী হঠাৎই এমন এক সিদ্ধান্ত নেন, যা প্রাণঘাতী হতে পারত। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার মুহূর্তেই তাঁর জীবন ঝুলে যায় অনিশ্চয়তার দোলাচলে।
আতঙ্কের মুহূর্ত
ট্রেন যখন গতি তুলছে, তখন যাত্রীদের ভিড়ে সঙ্গীকে উঠতে না দেখে আতঙ্কে দ্রুত সিদ্ধান্ত নেন অভিনেত্রী করিশ্মা শর্মা। সেই আতঙ্কেই হঠাৎ ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন তিনি। কয়েক সেকেন্ডেই বদলে যায় দৃশ্যপট। মাটিতে পড়েই মাথায় গুরুতর আঘাত পান, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়। প্রত্যক্ষদর্শীরা রীতিমতো আতঙ্কিত হয়ে যান এই দৃশ্য দেখে।
করিশ্মার শারীরিক অবস্থা
অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, সৌভাগ্যবশত মাথার আঘাত গুরুতর নয়, এমআরআই রিপোর্টেও আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি। তবে শরীরের ক্ষতচিহ্ন ও ফোলার কারণে তাকে একদিনের পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। করিশ্মা ইনস্টাগ্রামে নিজেই দুর্ঘটনার খবর জানিয়ে লিখেছেন, “মাথায় আঘাত পেয়েছি, সারা শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। চিকিৎসকের নজরদারিতে আছি।”
অনুরাগীদের প্রতি বার্তা
শারীরিক যন্ত্রণার মাঝেও মানসিক দৃঢ়তা হারাতে চান না অভিনেত্রী। ভক্তদের উদ্দেশে করিশ্মার স্পষ্ট আবেদন—“আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।” অভিনেত্রীর পোস্টে হাজারও শুভেচ্ছা আর আরোগ্য কামনায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া। অনেকের মতে, এই ঘটনাই শিক্ষা দেয়—আতঙ্কে নেওয়া হটকারী সিদ্ধান্ত জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।
রুপালি পর্দার পরিচিত মুখ
করিশ্মা শর্মা এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। ‘পেয়ার কা পঞ্চনামা ২’-এর পর তাঁকে দেখা গেছে ‘হোটেল মিলান’, ‘উজড়া চমন’ ও ‘এক ভিলেন রিটার্নস’-এ। পাশাপাশি ওয়েব সিরিজ ও ধারাবাহিকেও তিনি সমান জনপ্রিয়।
মুম্বইয়ের ভিড়ভাট্টা জীবনে আতঙ্কের এই ঝলক এখনো শিউরে তোলে বহু মানুষকে। তবে সান্ত্বনার খবর একটাই—অভিনেত্রী আপাতত বিপদমুক্ত এবং দ্রুতই শুটিং সেটে ফেরার আশায় দিন গুনছেন তাঁর অনুরাগীরা।