ক্ষমতায় এসেই একের পর এক বড়ো ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের মানুষের উন্নতির জন্যে একের পর এক প্রকল্পের ব্যবস্থা করে গেছেন। যার মধ্যে লক্ষীর ভান্ডার তুমুল সাফল্য। এখন আবার তিনি একটি বড়ো ঘোষণা করলেন খোদ আজ মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলাদের ৮হাজার টাকার স্মার্টফোন (Smartphone) দেওয়ার ঘোষণা করলেন। কিন্তু করা করা পাচ্ছেন এই মোবাইল ফোন? জেনে নিন এই প্রতিবেদনে।
এবার রাজ্যের মহিলাদের একটি করে স্মার্টফোন দেওয়ার কথা নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট হাজার টাকা মূল্যের একটি করে মোবাইল ফোন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। তবে আপাতত কেবল অঙ্গনওয়ারি (ICDS) ও আশা (ASHA Worker) কর্মীদেরই এই স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুনঃ ATM Rules : RBI আনলো ATM কার্ডের নিয়মে বড়ো পরিবর্তন। ভুল করলেই হবে বিপদ!
লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তরুণের স্বপ্ন প্রকল্প দ্বাদশ শ্রেণীতে পাঠরতদের ট্যাব প্রদান থেকে শুরু করে সমব্যথী প্রকল্প, লোকপ্রসার প্রকল্প থেকে শুরু করে ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে ওয়েসিস স্কলারশিপ, বিধবা ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, যুবশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
সাংবাদিকদের সামনে স্বয়ং মমতা ব্যানার্জী জানান, আশা এবং আইসিডিএস কর্মীদের ৮,০০০ টাকা মূল্যেের স্মার্টফোন প্রদান করা হবে, তাদের যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রদান করার জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার।