তিলোত্তমার প্রেমে পড়েছেন? পুজোর পরেই কিনে ফেলতে চান আপনার স্বপ্ন্বে ফ্লাট কলকাতার বুকে? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে। জেনে নিন কলকাতা বা তার আসে পাশের প্রতি বর্গ ফুটের হিসাব। আর জেনে নিন ফ্ল্যাটের দাম কেমন!
১ বিএইচকে ফ্ল্যাটের দাম (1 BHK Flat Price)
উত্তরপাড়া : এখানে এখন প্রতি বর্গ ফুটের বাজার দাম প্রায় ৩০০০টাকা থেকে ৩২২০ টাকা। গড়ে ৪১৫ থেকে ৪৯০ বর্গ ফুটের ফ্ল্যাট পাওয়া যায়। যার দাম পড়বে প্রায় ১২.১৫ লক্ষ টাকা থেকে ১৬.১৫লক্ষ টাকা।
নরেন্দ্রপুর : এখানকার ফ্ল্যাটগুলির গড় আয়তন ৪৩০ বর্গ ফুট থেকে ৫২০ বর্গ ফুট। এখানে প্রতি বর্গ ফুটের দাম প্রায় ৩১০০ টাকা থেকে ৩৪৫০ টাকা। অর্থাৎ এই অঞ্চলে একটি ১ বিএইচকে ফ্ল্যাট কেনার খরচ প্রায় ১৩.৫৬ লক্ষ টাকা থেকে ১৭.৫৬ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ বিনামূল্যে মা বৈষ্ণো দেবীর দর্শন, থাকা-খাওয়ার ব্যবস্থা করবে IRCTC! জানুন কিভাবে
মধ্যমগ্রাম : এখানকার ফ্ল্যাটগুলি আয়তন বেশির ভাগ ৪৭০ বর্গ ফুট থেকে ৫৪০ বর্গ ফুট। দাম মোটামুটি বর্গ ফুট প্রতি ৩২০০টাকা থেকে ৩৫০০ টাকা। ফ্ল্যাট কিনতে খরচ প্রায় ১৫ থেকে ১৯ লক্ষ টাকা।
২ বিএইচকে ফ্ল্যাটের দাম (2BHK Flat Price)
জোকা : এখানে ফ্ল্যাট কিনতে খরচ ২১.৪৪ লক্ষ থেকে ২৫.৪৪ লক্ষ টাকা। ফ্ল্যাটের বাজার দর ২৯৫০ থেকে ৩১০০ টাকা। এখানে ফ্ল্যাটগুলির গড় আয়তন প্রায় ৭০০ থেকে ৮৫০ বর্গ ফুট।
রাজারহাট : এখানে ফ্ল্যাট কিনতে খরচ পড়তে পারে প্রায় ২২.৮৪ লক্ষ থেকে ২৬.৮৪ লক্ষ টাকা। ফ্ল্যাটের বাজার দর বর্গ ফুট প্রতি ৩৩০০ থেকে ৩৬০০ টাকা। এখানে ফ্ল্যাটগুলির গড় আয়তন প্রায় ৬৬০ থেকে ৭৮০ বর্গ ফুট।
হাওড়া : ফ্ল্যাট কিনতে খরচ ৫০.৫০ লক্ষ থেকে ৫৫ লক্ষ টাকা। ফ্ল্যাটগুলির গড় আয়তন ৯০০ থেকে ৯৭৫ বর্গ ফুট। এখানে বাজার দর প্রতি বর্গ ফুটে ৫৫০০ থেকে ৫৭০০ টাকা।
সোনারপুর : ফ্ল্যাট কিনতে খরচ ২০.০৪ লক্ষ থেকে ২৪.০৪ লক্ষ টাকা। ফ্ল্যাটের বাজার দর ২৭৫০ থেকে ২৯০০ টাকা। এখানে ফ্ল্যাটগুলির গড় আয়তন প্রায় ৭০০ থেকে ৮৬০ বর্গ ফুট।
নিউ আলিপুর : এই এলাকায় ২ বিএইচকে ফ্ল্যাটগুলির গড় আয়তন ৯৫০ থেকে ১০০০ বর্গ ফুট। এখানে বাজার দর প্রতি বর্গ ফুটে ৬৮৮০ থেকে ৬৯৭৫ টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ ৬৫.৩৬ লক্ষ থেকে ৬৯.৭৫ লক্ষ টাকা।
টালিগঞ্জ: এই এলাকায় ২ বিএইচকে ফ্ল্যাটগুলির গড় আয়তন ৮৭০ থেকে ৯৫০ বর্গ ফুট। এখানে বাজার দর প্রতি বর্গ ফুটে ৬০৭৫ থেকে ৬৭৭৫ টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ ৫২.৮৫ লক্ষ থেকে ৬২.৩৩ লক্ষ টাকা।
লেক গার্ডেন্স : এই এলাকায় ফ্ল্যাটগুলির গড় আয়তন ৯৩৫ থেকে ৯৯০ বর্গ ফুট। এখানে বাজার দর প্রতি বর্গ ফুটে ৫৬০০ থেকে ৫৮০০ টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ ৫২.৩৬ লক্ষ থেকে ৫৭.৪২ লক্ষ টাকা।
সল্টলেক : এই অঞ্চলের ২ বিএইচকে ফ্ল্যাটগুলির আয়তন বেশ বড়। গড়ে প্রায় ১০০০ থেকে ১০৫০ বর্গ ফুট। বর্গ ফুট প্রতি দাম ৫,৭৯৫ থেকে ৬,১৭০ টাকা। সর্বমোট দাম পড়বে প্রায় ৫৯.৭৫ লক্ষ থেকে ৬৪.৭৯ লক্ষ টাকা।
উল্টোডাঙা : এই অঞ্চলে বাজার দর বর্গ ফুট প্রতি ৫৯০০ থেকে ৬১০০ টাকা। ফ্ল্যাটগুলির গড় আয়তন ৯০০ থেকে ৯৭৫ বর্গ ফুট। ফ্ল্যাট কিনতে খরচা মোটামুটি ৫৪.৩ লক্ষ থেকে ৫৮.৩ লক্ষ টাকা।
৩ বিএইচকে ফ্ল্যাটের দাম (3BHK Flat Price)
ইএম বাইপাস : বর্গ ফুট প্রতি বাইপাসের পাশে ফ্ল্যাটগুলির দাম শুরু ৬,৭৮০ থেকে ৬,৮৮৫ টাকা। গড় আয়তন ১৬০০ থেকে ১৭০০ বর্গ ফুট। দাম পড়বে প্রায় ১.০৮ কোটি টাকা থেকে ১.১৮ কোটি টাকা।
নিউ আলিপুর : এই অঞ্চলে ফ্ল্যাটের দাম সবচেয়ে বেশি। বর্গ ফুট প্রতি খরচ পড়ে গড়ে প্রায় ৭,৫৭০টাকা থেকে ৮,০৭০টাকা। ফ্ল্যাটের গড় আয়তন ১২৫০ বর্গ ফুট থেকে ১৪০০ বর্গ ফুট। একটি ফ্ল্যাট কিনতে খরচ প্রায় ১.০১ কোটি থেকে ১.১৩ কোটি টাকা।
ভিআইপি রোড : কলকাতার এই অঞ্চলে ফ্ল্যাট কিনতে গেলে আপনার খরচ পড়বে প্রায় ১ কোটি থেকে ১.০৫কোটি টাকা। ফ্ল্যাট গুলির আকার ১৫০০থেকে ১৬৫০ বর্গ ফুটের মতো। গড়ে প্রতি বর্গ ফুটের দাম প্রায় ৬৩৫০ টাকা থেকে ৬৬৫০ টাকা।
তপসিয়া : এখানে ফ্ল্যাট কিনতে খরচ প্রায় ১.১৮ কোটি থেকে ১.২৬ কোটি টাকা। ফ্ল্যাটগুলির আয়তন গড়ে প্রায় ১৩৯০ থেকে ১৫০০ বর্গ ফুটের মতো। আর বাজার দর গড়ে বর্গ ফুট প্রতি ৮২৩০ থেকে ৮৪৩৫ টাকা।
কাঁকুড়গাছি : এখানে ফ্ল্যাট কিনতে খরচ পড়ে প্রায় ১.১৩ কোটি থেকে ১.২৩ কোটি টাকা। এখানকার বাজার দর বর্গ ফুট প্রতি ৮১০০ থেকে ৮২০০টাকা। ফ্ল্যাটের আয়তন ১৪০০ থেকে ১৫০০বর্গ ফুট।
নিউ টাউন : এখানে ফ্ল্যাটের দাম এখনও কিছুটা কম। এখানকার ফ্ল্যাটগুলির গড় আয়তন ১৫০০ থেকে ১৬৫০ বর্গ ফুট। বাজার দর বর্গ ফুট প্রতি ৬৩৫০ থেকে ৬৬৫০ টাকা। অর্থাৎ এখানে ফ্ল্যাট কিনতে গেলে খরচ পড়বে প্রায় ৯০ থেকে ৯৭.৯৬ লক্ষ টাকা মতোন।
টালিগঞ্জ : দক্ষিণ কলকাতার এই অংশে বর্গ ফুট প্রতি ফ্ল্যাটের দাম ৭,৪৬৫ থেকে ৭,৮৭০ টাকা। ফ্ল্যাটগুলির আয়তন প্রায় ১৩৫০ থেকে ১৪৫০ বর্গ ফুট। ফ্ল্যাট কিনতে গেলে খরচ প্রায় ১.০১ কোটি থেকে ১.১৪ কোটি টাকা।