দীর্ঘ আইনি টানাপোড়েন আর বিতর্কের পরে রাজ্যের চাকরিপ্রার্থীদের সামনে অবশেষে খুলে গেল নতুন দিগন্ত। স্কুল সার্ভিস কমিশন (SSC) শুক্রবার ঘোষণা করল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের দরজা আবার খোলা হচ্ছে।
এই নিয়োগে সংখ্যা সত্যিই চমকে দেওয়ার মতো। গ্রুপ সি পদে নিয়োগ হবে ২,৯৮৯ জন এবং গ্রুপ ডি পদে প্রায় ৫,৪৮৮ জন। অর্থাৎ, প্রায় আট হাজারের কাছাকাছি সুযোগ অপেক্ষা করছে প্রার্থীদের জন্য। অনলাইনে আবেদন শুরু হবে ১৬ সেপ্টেম্বর, আর শেষ তারিখ ঠিক করা হয়েছে ৩১ অক্টোবর। নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত খুঁটিনাটি প্রকাশ করা হবে ৩১ আগস্ট, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। যারা সরকারি স্কুলে চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটাই সোনার সুযোগ।
তবে এই নিয়োগ ঘিরে শর্তও কম নয়। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ—পূর্বে যারা ‘অযোগ্য’ ঘোষিত হয়েছেন, তাঁদের কোনওভাবে এই পরীক্ষায় বসতে দেওয়া চলবে না। এসএসসি-কে তাই আগামী সাত দিনের মধ্যে সেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতেও বলা হয়েছে। ফলে মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের ব্যাপারে কমিশন এবার অনেক বেশি সতর্ক।
২০১৬ সালের নিয়োগ-কাণ্ডের পর পরিস্থিতি পাল্টে গেছে। অভিযোগের পাহাড়ে ভেঙে পড়েছিল তখনকার পুরো ব্যবস্থা। দুর্নীতি ও অনিয়মের জেরে সুপ্রিম কোর্ট চলতি বছরের এপ্রিলে সেই নিয়োগ বাতিল করে দেয়। কিছু যোগ্য শিক্ষককে আপাতত স্কুলে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও, গ্রুপ সি ও ডি কর্মীদের সে সুযোগ দেওয়া হয়নি। তাই এবারকার নিয়োগ প্রক্রিয়াই তাঁদের আর্থিক ও পেশাগত স্বস্তি আনতে পারে। ফলে এবার কমিশন একেবারেই কড়া।
সব মিলিয়ে বলাই যায়, দুর্নীতির ছায়া কাটিয়ে নতুন এক ‘স্বচ্ছ’ নিয়োগ প্রক্রিয়াতে পা রাখতে চলেছে এসএসসি। এখন শুধু অপেক্ষা, কাগজে-কলমে সব নিয়ম মেনে, সত্যি সত্যিই হাজার হাজার প্রার্থী কি তাঁদের প্রাপ্য সুযোগ পাবেন? সময়ই দেবে উত্তর।