গত কয়েকদিন ধরে একের পর এক বিপত্তি সামলাতে হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের। সিগন্যালিংয়ের সমস্যা, মাঝপথে ট্রেন থেমে যাওয়া কিংবা স্টেশনেই দাঁড়িয়ে থাকা—সব মিলিয়ে বিরক্ত যাত্রীরা। সবচেয়ে ভোগান্তিতে পড়েন অফিসযাত্রী ও পড়ুয়ারা। এরই মধ্যে মেট্রো কর্তৃপক্ষ আবারও এক নতুন বিজ্ঞপ্তি জারি করল। তাহলে চলুন দেখে নেওয়া যাক
নতুন ঘোষণা কী?
সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ৩০শে অগস্ট রাত ১১টা থেকে রবিবার ৩১ অগস্ট দুপুর ৩টে পর্যন্ত পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকবে। কারণ শহিদ ক্ষুদিরাম স্টেশনের কাছে একটি গুরুত্বপূর্ণ টার্ন আউট বসানোর কাজ চলবে। তাই এই সময়ে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত কোনও মেট্রোই যাবে না।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
তবে ঠিক রবিবারই রয়েছে একটি গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা। যাতে পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন, তার জন্য মেট্রোর তরফে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার সকাল ৭টা থেকেই ট্রেন চালানো হবে।
টালিগঞ্জ এবং দক্ষিণেশ্বর—দুটো দিক থেকেই সকাল ৭টায় ট্রেন ছাড়বে।
গ্রিন লাইনে সকাল ৯টার বদলে সকাল ৮টা থেকেই পরিষেবা চালু হবে।
এই ঘোষণায় অনেকটাই স্বস্তি পেয়েছেন পরীক্ষার্থীরা। তবে সাধারণ যাত্রীদের জন্য শনিবার গভীর রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত মেট্রো চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে।
বারবার বিভ্রাটে বিপাকে যাত্রীরা
কিন্তু সমস্যা হল, এটাই প্রথম নয়। গত সপ্তাহেই এমন দৃশ্য দেখা গেছিল—স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাজার যাত্রী, অথচ মেট্রো নেই। বৃহস্পতিবার তো চূড়ান্ত অবস্থা: ৪০ মিনিট পার হয়ে গেলেও একটি ট্রেনও ঢোকেনি প্ল্যাটফর্মে। সন্ধ্যায় আবার যাত্রীদের মাঝপথে নামতে বাধ্য করা হয়েছিল। সিগন্যালিং গোলোযোগে সোমবারও ব্লু লাইনে থমকে দাঁড়িয়েছিল পরিষেবা।
যাত্রীরা তাই প্রশ্ন তুলছেন, “দক্ষিণের বিস্তার হওয়ার পর থেকেই মেট্রো লাইনে সমস্যা যেন বেড়েই চলেছে। কবে শেষ হবে এই দুর্ভোগ?” দক্ষিণেশ্বর পর্যন্ত লাইন বাড়ার পর থেকেই সমস্যা যেন লেগেই আছে। অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষ বলছে, পরিকাঠামো উন্নয়নের কাজ চলছেই। সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে যাত্রীরা এর সুফল পাবেন।